13
Jan

পন্ডিত শিবকুমার শর্মাই প্রথম সংগীতজ্ঞ যিনি সন্তুর দিয়ে পুরো গান বাজিয়ে যন্ত্রটিকে একটি প্রধান বাদ্যযন্ত্রের মর্যাদা দিয়েছেন, এর আগে যন্ত্রটি ছিলো কেবলই একটি অনুসঙ্গ। ৪০ বছর আগে তাঁর প্রথম পার্ফর্মেন্স -এর পর তাঁকে বা যন্ত্রটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৭২ বছর বয়সী পন্ডিত নিঃসন্দেহে বাদ্যযন্ত্রটির অধিপতি, সর্বসেরা। নিজের ছেলে রাহুল শর্মার সাথে তার একটি অসাধারণ পার্ফর্মেন্স দেখুন।

0 comments:

Post a Comment