পছন্দের একটি নজরুলগীতি শেয়ার করলাম। গীতিটির কথা শুনে শুনে লিখেছি বলে কোন যতিচিহ্ন ব্যবহার করতে পারলাম না। চরণগুলো কবি ঠিক এভাবেই সাজিয়েছিলেন কিনা তাও নিশ্চিত হবার মতো রেফারেন্স হাতের কাছে নেই। কারো জানা থাকলে দয়া করে শুধরে দিবেন।
***
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি....
ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি....
ঝুরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা গাহিবে নীপশাখে
যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে
বিজলীর দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়
দুহাতে ঢেক আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি....
***
(মানবেন্দ্র 'দীপশিখা'র স্থলে 'দীপ্রশিখা' গেয়েছেন।)
****
ছয় জন শিল্পীর কন্ঠে গানটি শুনতে পারেন -
Powered by eSnips.com |
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment