Showing posts with label পদ্য. Show all posts
Showing posts with label পদ্য. Show all posts

এক ফোঁটা জল

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:

এক ফোঁটা জল কতই তরল
সিক্ত করে?
এক ফোঁটা জল কতই গরল
রিক্ত করে?

এক ফোঁটা জল কতই ধবল
শুদ্ধ করে?
এক ফোঁটা জল কতই সবল
যুদ্ধ করে?

এক ফোঁটা জল কতই চপল
নৃত্য হয়ে,
এক ফোঁটা জল কতই সফল
চিত্ত জয়ে?

এক ফোটা জল শুধুই কেবল
ধুঁকতে পারে।
এক ফোঁটা জল ভীষণ অনল
রুখতে পারে?

এক ফোঁটা জল কতই মনের কথা শোনে?
এক ফোঁটা জল শুধুই কি জল চোখের কোণে?

Read more

আমাদের এক বান্ধবীর শিশুকণ্যা নেহেরীন মায়ের ফেসবুকে নিজের লেখা নিচের কবিতাটি পোস্ট করেছিলো তেরো ঘন্টা আগে -

I Hate Boys
----
I hate boys --
They make a lot of noise
Even the ones in my class
Play with toys.

They tease the girls,
And make us cry.
Most of the times they lie --
Can someone tell me why?

Read more

স্থাণুবৎ প্রস্তরসম
দেবী মূক ও মূঢ়
অপলক অবিচল
দুর্ভেদ ও গূঢ়।

আলতো করে ছুঁয়ে দিলেই
পাথর গলে জল,
এই যদিবা কঠোর হলে
পরেই টলমল।

Read more

ना जाने कब वो पलट आए
दर खोला रखना
गये हुओ के लिए
दिल मे कुछ जगा रखना

না জানে কব ৱো পলট আয়ে
দর খোলা রাখনা
গয়ে হুঁয় কে লিয়ে
দিলমে কুছ জাগা রাখনা।

কে জানে সে কবে ফিরে আসে
কবাট খুলে রেখো,
যে চলে গেছে তার তরে
হৃদয়ে একটু জায়গা রেখো।

Read more

মায়ের ভাষা

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:


[ এই পদ্যটিতে বাংলা বর্ণমালার ১১টি স্বরবর্ণ, ৩৯টি ব্যঞ্জনবর্ণ ও একমাত্র প্রতিবর্ণ 'ৱ' সবকটি ব্যবহার করার চেষ্টা করেছি। 'ৱ' প্রতিবর্ণটির উচ্চারণ 'ওয়' ]

এক.
মায়ের ঠোঁটে চোখ পেতে রই, কান পেতে রই মা কি বলে,
ডাকছে, ওরে সোনা মণি, খাবার সময় যায়রে চলে।
কোমল হাতে জড়িয়ে গলা মায়ের মুখে গল্প শুনি
দস্যি ছেলে ভুত রাক্ষস নয়তো মাসী ঘুম 'পাড়ুনি'।
চোখ বুঁজে রই শুনবো বলে ছন্দ ছড়া সকাল সাঁঝে,
বুকের ভেতর ঢাক গুড়গুড়, কথারা সব পঙ্‌ক্তি ভাঁজে।

'মা' বলে ঐ এক আষাঢ়ে হঠাৎ করেই মুখটি খুলি,
এমনি করেই ফুটলো আমার মায়ের ভাষায় প্রথম বুলি।
মা ভেসে যায় কথার তোড়ে, যায় ভেসে তার রাজ্যপাট,
কথারা সব ভাসিয়ে নেয় ভাতের থাল কী ধানের মাঠ।

Read more

টুংটাং টুংটাং
ফোনখানি বেজে যায়
যদি ধরো একবার
'মোরে আর কে পায়?'

কত কথা বলবার
জমিয়েছি রাতদিন
দিনগুনে মাস যায়
'হ্যায় কয় সাত দিন!'

সাত হোক পাঁচ হোক
লম্বাটা জানো কত?
হয়েছে বছর যেন
'মুই কি তোমার মত?'

তুমি নয় 'তিন পাশ'
পড়েছো বিলেতি বই
আমি বড় নই অত
'বাংলায় কতা কই।'

তাতেই হয়েছে কি?
ভালোবাসি এতো ঠিক,
মুখ্যু হয়েছি বলে
'কও মোরে, মাঙ্গো ভিখ?'

কত কথা জমে আছে
ফোনটা ধরো না বাবা!
চলে গেলে একেবারে
'হ্যাষকালে কই পাবা?'

Read more

তোমার-আমার

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:


[পদ্যটি আমার ছেলের জন্য একটু আগে লিখেছিলাম। প্রকৃতির ছোঁয়া বঞ্চিত প্রতিটি শিশু-কিশোরকে নিবেদন করলাম।]

একটা সকাল আমার ছিলো
একটা সকাল তোমারো আছে

আমার সকাল দূর্বাঘাসের
সুখের পথ মাড়িয়ে যাবার,
তোমার সকাল বদ্ধখাঁচায়
দুচোখ বেঁধে ছটফটাবার।

একটা দুপুর আমার ছিলো
একটা দুপুর তোমারো আছে

আমার দুপুর না ঘুমুনো
ঘুঘুর ডাকে স্বপ্ন বোনার,
তোমার দুপুর দুদ্দাড় সব
যন্ত্রদানোর শব্দ শোনার।

একটা বিকেল আমার ছিলো
একটা বিকেল তোমারো আছে

আমার বিকেল মাঠের পারে
হলুদ রোদে ছায়া তাড়াবার,
তোমার বিকেল মনকে বেঁধে
কোচিং ক্লাশের পথ মাড়াবার।

একটা সন্ধে আমার ছিলো
একটা সন্ধে তোমারো আছে

আমার সন্ধে পিদিম জ্বেলেই
অন্ধকারকে হটিয়ে দেবার,
তোমার সন্ধে বিজলী জ্বেলেও
মনের কালো সামলে নেবার।

একটা রাত্রি আমার ছিলো
একটা রাত্রি তোমারো আছে

আমার রাত্রি গাঢ় হতেই
ফড়িং ধরার স্বপ্ন দেখার,
তোমার রাত্রি অর্ধেকটাই
ঘুমের ঘোরে পড়া শেখার।

আমার একটা জীবন ছিলো
তোমারো একটা জীবন আছে,
আমার জীবন এইটুকুনি
হঠাৎ করেই পেরিয়ে এলাম,
তোমার জীবন আমারি ছায়া-
বলতে গিয়েও থমকে গেলাম।

Read more



सागर से सुराही टकराति
बादल को पसीना आ जाता
तुम ज़ुल्फो आगर बिखरा देते
सावन का महीना आ जाता

সাগর সে সুরাহি টাকরাতি
বাদল কো পসিনা আ যাতা
তুম জুলফো আগর বিখরা দেতে
সাবন কা মাহিনা আ যাতা

সাগরে ঝড়ের ঠোকাঠুকি হলে
মেঘ ঝরে পড়ে জল,
তুমি চুল করে দিলে এলো
আসে শ্রাবণের কলকল।

Read more

काहा आके रुक ने थे रास्ते
काहा मोड़ था उसे भूल जा
वो जो मिल गया उसे याद रख
जो नही मिला उसे भूल जा

वो तेरी नसीब की बारिषे
किसी और छत पे बरस गयी
दिल-ए बेख़बर मेरे बात सुन
उसे भूल जा, उसे भूल जा

मे तो गुम था तेरे ही ध्यान मे
तेरे आस तेरे गुमान मे
हवा केह गयी मेरे कान मे
मेरे साथ आ, उसे भूल जा

Read more



जिंदेगी से यही
गीला हे मुझे
तू बहत देर से
मिला हे मुझे

জিন্দেগী সে ইয়েহি
গিলা হে মুঝে
তু বহত দের সে
মিলা হে মুঝে

এই-ই অনুযোগ মোর
জীবনের তরে,
তোকে যাও পেলাম,
তাও অ্যাতো পরে?

Read more



केया हुआ तेरा हरेक रोज
मुझे खत लिखना
और खत मे दिल बेताब की
हालत लिखना

কেয়া হুয়া তেরা হরেক রোজ
মুঝে খত লিখনা
অর খত মে দিল বেতাব কি
হালত লিখ না

কি হল তোমার,
চিঠি দাও না রোজ!
মনের আকুতি জানিয়ে
দাও না খোঁজ!

Read more

आप गायरों की बात करते है
हम ने आपनो भी आज़माए है
लोग कांटो से बचके चलते है
हम ने फूलो से जख्मे खाए है

আপ গায়রো কি বাত করতে হে
হামনে আপনো ভি আজমায়ে হে
লোগ কাঁটো সে বাচকে চলতে হে
হামনে ফুলো সে জখমো খায়ে হে

তোমরা বলো পরের কথা?
আমি আপনরেও দেখেছি কত!
লোকে কাঁটার আঘাত এড়ায়,
আমি ফুলের ঘায়ে বিক্ষত।

Read more

सर जिसपे ना झुंक जाए
उसे दर नही कहते
हर दरपे जो झुंक जाए
उसे सर नही कहते

(সর জিসপে না ঝুঁক যায়ে
উসে দর নেহি কেহতে
হর দরপে যো ঝুঁক যায়ে
উস সর নেহি কেহতে)

শীর যদি নত না হবে
এ কেমন তোরণ বল?
সব তোরণে নত হয় যে
এ কেমন শীর হল?

Read more

चाँद किसि दिन पुछ ना बैठे
तुमसे दिलकि बात,
छात पर आ कर खत लिखति हो
किसको सारि रात?

চাঁন্দ কিসি দিন পুছ না বেয়ঠে
তুমসে দিলকি বাত,
ছাত পর আ কর খত লিখতি হো
কিসকো সারি রাত?)

চাঁদ কখনো মনের কথা
জানতে যদি চায়,
রাতের ছাদে পত্র লিখো
কাকে নিরালায়?

Read more