প্রয়োজনে এবং শখের বশে গ্রাফিক্স ডিজাইন করি। সে হিসেবে শখের ছবিয়ালের মতো একজন অ্যামেচার ডিজাইনারও বলতে পারেন। তবে এই শখের ডিজাইনারের পরিচিতির কারনে কিছু পেশাদারী দায়িত্বও পেয়েছিলাম কখনো কখনো। দায়িত্ব হিসাবেই গোটা দশেক প্রচ্ছদ ডিজাইন করেছিলাম বিভিন্ন সময়ে। তারই ছয়টি আমার কম্পিউটারে এখনো খুঁজে পাওয়া গেল। এগুলোর বেশিরভাগই বিজ্ঞান বিষয়ক রিপোর্ট, একটি নিয়মিত বিজ্ঞান বিষয়ক জার্নাল ও একটি সংকলন।

নিচের ছয়টি ছবি সামনের প্রচ্ছদের, পরের তিনটি ছবি ৩টি প্রচ্ছদের সিনথেটিক স্ন্যাপশট। সিনথেটিক স্ন্যাপশট হলো প্রচ্ছদটি ছাপাবার আগেই বইটি মলাটবদ্ধ অবস্থায় কেমন দেখাবে তার একটি কৃত্রিম ফটোগ্রাফিক রূপায়ন, কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে করা। আমার প্রতিটি প্রচ্ছদের জন্য আমি সিনথেটিক স্ন্যাপশট তৈরী করে দেখেছি, তবে এই ৩টি ছাড়া অন্যগুলো এখন আর পিসিতে খুঁজে পাইনি, হয়তো কোন ব্যাকআপ সিডিতে থাকতে পারে। কয়েকটি প্রচ্ছদের ছবিতে প্রকাশকের লোগো এবং টাইটেলের কিছু অংশ ইচ্ছাকৃত ঝাপসা করে দিয়েছি, আশা করি তাতে প্রচ্ছদটি বুঝতে অসুবিধা হবে না।

ছয়টি প্রচ্ছদ




সিনথেটিক স্ন্যাপশট


0 comments:

Post a Comment