ক্বাতিল শেফায়ী একজন উর্দু কবি। প্রকৃত নাম আওরঙ্গজেব খান (১৯১৯-২০০১)। তাঁর সম্ভবত সবচাইতে জনপ্রিয় কবিতাটির নাম 'ঘুঙ্গরু টুট গয়ে'। এ কবিতাটি সঙ্গীতরূপে পাকিস্তানের ৩টি ও ভারতের ৪টি চলচিত্রে ব্যবহৃত হয়েছে। চলচিত্রের বাইরেও নামী-দামী শিল্পীদের অনেকেই গানটি গেয়েছেন। বলা হয়ে থাকে হিন্দী-উর্দুভাষী কোন শিল্পী যতক্ষণ এ গানটি না গাইছেন ততক্ষণ পর্যন্ত তিনি ঠিক শিল্পী হয়ে উঠেন না। নিচে কবিতাটি ও নামকরা কয়েকজন শিল্পীর গাওয়া গানটি শেয়ার করলাম। যাঁদের নেটের গতি ভালো নয়, তাঁরা কমপক্ষে রুনা লায়লার কন্ঠে গানটি শুনে দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে।

***
মোহে (মুঝে) আয়ি না জগ সে লাজ
মে ইতনা জোরসে নাচি আজ
কি ঘুঙ্গরু টুট গয়ে...

কুছ মুঝ পে নয়া জোবান ভি থা
কুছ পেয়ার কা পাগল পন ভি থা
কভি পলক পলক মেরি তীর বনি
কভি জুলফ্‌ মেরি জাঞ্জির বনি
লিয়া দিল সাজন কা জীত
য়ো ছেড়ে পায়লিয়া নে গীত
কি ঘুঙ্গরু টুট গয়ে...

মে বাসি থি জিসকে সপনো মে
য়ো গিনেগা অব মুঝে আপনো মে
কেহতি হে মেরি হর আঙ্গড়ায়ী
মে পিয়া কে নিদ চুরা লায়ি
মে বনকে গয়ি থি চোর
মগর মেরি পায়েল থি কমজোর
কি ঘুঙ্গরু টুট গয়ে...

ধরতি পে না মেরি পেয়্‌র লাগে
বিন পিয়া মুঝে সব গায়্‌র লাগে
মুঝে রাঙ্গ মিলে আরমানো কে
মুঝে পাঙ্খ মিলে পারভাঁনো কে
জব মিলা পিয়া কা গাঁও
তো লাচকা অ্যায়সা মেরা পাঁও
কি ঘুঙ্গরু টুট গয়ে...
***

কবির নিজের আবৃতি


নাজ (১৯৬৯) ছবিতে মালা সিনহা


এক হি মাকসাদ (১৯৮৮) ছবিতে আশা ভোঁসলে (আমার নিজের আপলোড করা)


পংকজ উদাস (১৯৮৫)

Get this widget | Track details | eSnips Social DNA

অনুপ জালোটা


আবিদা পারভীন (আমার নিজের আপলোড করা)


রুনা লায়লা (১৯৮৮) (আমার নিজের আপলোড করা)

0 comments:

Post a Comment