বাংলা রচনায় প্রায়ই আমাদের অনেক ইংরেজী শব্দ বাংলায় বানান করে দিতে হয় যুৎসই বাংলা প্রতিশব্দের অভাবে বা অন্য কোন কারণে। অনেক ক্ষেত্রেই বানানটি করা সহজ, যেমন call কে 'কল', tough কে 'টাফ'। কিন্তু কখনো কখনো, বানানের সময় বাংলা কোন ধ্বনিটি ব্যবহার করতে হবে তা দ্ব্যর্থহীন মনে হয় না, যেমন America কি 'এমেরিকা', 'অ্যামেরিকা', না 'আমেরিকা'?

এ নিয়ে আগে ৩টি পর্ব লিখেছিলাম -
ইংরেজী শব্দের বাংলা বানানঃ এ বনাম আ
ইংরেজী শব্দের বাংলা বানানঃ অ বনাম ও
ইংরেজী শব্দের বাংলা বানানঃ এ বনাম এই

এবারের পর্বে 'ইও'/'ইয়ো' এবং 'ইউ' এর ব্যবহার, সেই সাথে 'আয়ো' নিয়ে আলোচনা।

১. ইও/ইয়ো-------------------------------------
১.১
ইংরেজীতে yo এর উচ্চারন সাধারনত হয় ইও (বা ইয়ো)। লক্ষণীয় যে, ইও এর উচ্চারন হ্রস্ব এবং ইয়ো এর উচ্চারন কিছুটা প্রলম্বিত।
yo (ইয়ো/ইও)
yoyo (ইয়োইয়ো)
yol (ইওল)
yok (ইওক)
your (ইয়োর)


১.১.১ ব্যতিক্রমী উচ্চারন ও বানান-
you (ইউ)
youth (ইয়ুথ)
young (ইয়াং)

১.২
-eo- এর উচ্চারন ও বানান সাধারনত হয় 'ইও' (হ্রস্ব)
leo (লিও=ল্‌+ইও)
neon (নিওন)
cleopetra (ক্লিওপেট্রা)

১.৩
শব্দের শেষে -ure এর উচ্চারন হয় প্রলম্বিত '-ইয়োর'
pure (পিয়োর বা পিওর=প্‌+ইয়োর/প্‌+ইওর)
cure (কিয়োর/কিওর)
sure (শিয়োর/শিওর)
endure (এনডিয়োর/এনডিওর)
procedure (প্রসিডিয়োর/প্রসিডিওর/প্রসিজিয়োর/প্রসিজিওর)
এখানে উল্লেখ্য যে, সঠিক উচ্চারন প্রতিফলিত করতে গেলে 'ইয়ো' ব্যবহার করাই যুক্তিযুক্ত, কিন্তু বাংলায় সাধারনত 'ইও' এর ব্যবহার বেশি দেখা যায়। বাংলায় ইউ-এর
ব্যবহারও ব্যপক, যেমন- পিউর, শিউর, কিন্তু এ ব্যবহারটি যথোপযুক্ত নয় বলে আমি মনে করি।

১.৩.১ প্রাসঙ্গিক ব্যতিক্রমী উচ্চারন ও বানান-
শব্দের শেষে -ture এর বানান 'টিয়োর/টিওর' না হয়ে '-চার' হয়-
future (ফিউচার)
capture (ক্যাপচার)
rupture (রাপচার)

১.৩.২ শব্দের শেষে -nture এর বানান '-ন্চার (ন্‌+চ) ' না হয়ে '-ঞ্চার (ঞ্‌+চ)' হয়-
venture (ভেঞ্চার)
adventure (অ্যাডভেঞ্চার)
debenture (ডিবেঞ্চার)

২. ইউ------------------------------------------
২.১
শব্দের শুরুতে u এর উচ্চারন 'আ' অথবা 'ইউ'/'য়্যু' হয় -
uniform (ইউনিফর্ম/য়্যুনিফর্ম)
universe (ইউনিভার্স/য়্যুনিভার্স)
utopia (ইউটোপিয়া)
utencil (ইউটেনসিল)
(u-এর 'আ' উচ্চারন এই পর্বে প্রাসঙ্গিক নয় বিধায় বাদ দিয়ে গেলাম)

২.২
শব্দের শেষে -u(consonant)e এর উচ্চারন ও বানান হয় '-ইউ-'
mute (মিউট=ম্‌+ইউ+ট)
cute (কিউট)
tune (টিউন)
amuse (অ্যামিউজ)
tribune (ট্রিবিউন)
institute (ইনস্টিটিউট)
vestibule (ভেস্টিবিউল)

২.২.১ ব্যতিক্রমী 'উ' উচ্চারন -
june (জুন)
prune (প্রুন)

২.৩
শব্দের শেষে -ew এর উচ্চারন ও বানান হয় '-ইউ' -
few (ফিউ=ফ্‌+ইউ)
dew (ডিউ)
chew (চিউ)

২.৩.১ ব্যতিক্রম, শব্দের শেয়ে -rew এর উচ্চারন ও বানান সাধারনত 'উ' হয় -
screw (স্ক্রু=স্ক্র্+উ)
brew (ব্রু)
grew (গ্রু)

২.৪
-eu- উচ্চারন 'ইউ/য়্যু' হয় -
beuro (ব্যুরো=ব্‌+য়্যু+রো)
beurocracy (ব্যুরোক্রেসি)
deuce (ড্যুস)
rheumatic (র‌্যুম্যাটিক)/রিউম্যাটিক)
leucotomy (ল্যুকোটমী/লিউকোটমী)
leutenant (লিউটেন্যান্ট (অ্যামেরিকান), বৃটিশ ইংরেজীতে একেবারেই ব্যতিক্রমী লেফটেন্যান্ট উচ্চারনটি ব্যবহৃত হয়)

২.৪.১ ব্যতিক্রমী 'অ/ও' উচ্চারন-
beufort (বফোর্ট/বোফোর্ট)
beumont (বমন্ট/বোমন্ট)

৩. আয়ো/ইয়ো(ইও)-----------------------------
৩.১
-io- এর উচ্চারন ও বানান হয় 'আয়ো' -
viola (ভায়োলা=ভ্‌+আয়ো+লা)
biodata (বায়োড্যাটা)
biology (বায়োলজী)
mediocre
(মিডিয়োকার্‌)

৩.১.১ ব্যতিক্রমী 'ইও' উচ্চারন -
Christian Dior (খ্রিশ্চিয়ান ডিওর=ড্‌+ইও+র)
Celin Dion (সেলিন ডিওন)

৩.২
শব্দের শেষে -ion এর উচ্চারন 'আয়ো' থেকে কিছুটা পরিবর্তিত হয়ে, 'আয়' (আয়্‌+অ) হয়-
ion (আয়ন=আয়্‌+অ+ন্‌)
lion (লায়ন)
zionism (জায়নিজম)

৩.২.১ -tion/-sion এর ব্যতিক্রমী 'শন/শান'
উচ্চারনটি সবাই জানেন
৩.৩
শব্দের মাঝে -yo- এর উচ্চারন ও বানান হয় 'আয়ো' -
myopia (মায়োপিয়া=ম্‌+আয়ো+পিয়া)
cryosphere (ক্রায়োস্ফেয়ার/ক্রায়োস্ফিয়ার)

(চলবে)

0 comments:

Post a Comment