এবছর শীতটা নেমে গিয়েছিলো ঝুপ করে, সেপ্টেম্বর-অক্টোবরে যে আরামদায়ক ফল সিজনটা পাবার কথা ছিলো সে সময়টাতেই কনকনে ঠান্ডা নেমে এসে বিচ্ছিরি অবস্থা। অক্টোবরেই তাপমান শুন্য, তুষারপাত হয়ে যা-তা কান্ড। তাই মাঝমাসে একদিন যখন হঠাৎ থার্মোমিটার বললো দশ-বারো, বুঝলাম পাতা ঝরে যাবার আগে এই-ই শেষ সুযোগ কটি ছবি তোলার। চলে গেলাম নগরীর সবচেয়ে বড় পার্ক, জু, ফরেস্ট অ্যান্ড রিক্রিয়েশন কমপ্লেক্স অ্যাসিনিবয়েন পার্কে - ইচ্ছা শেষ বিকেলের সোনা রোদ ক্যামেরাবন্দি করা। তারই কয়েকটি ছবি এখানে দিলাম।
বুশ পাইলট নামের ভাস্কর্য
ক্রিকেট গ্রাউন্ড
পুরনো ছবি পোস্টঃ
৫। নুতন বছরের ছবি
৪। এক ব্যর্থ প্রচেষ্টার পর কিছু ছবি
৩। ফুল পাতা হাবিজাবি
২। একই অঙ্গে এত রূপ
১। এলোমেলো ঈদের এলোমেলো ছবি
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment