পন্ডিত শিবকুমার শর্মার সমসাময়িক (বস্তুত একই বছর জন্ম নেয়া) পন্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া নিঃসন্দেহে ভারতীয় সঙ্গীত জগতের একজন অনন্য প্রতিভা। বাঁশির যাদুকর। পন্ডিত শিবকুমার যে পার্ফর্মেন্সটি দিয়ে সন্তুরকে মর্যাদাপূর্ণ করেছেন, সেই একই পার্ফর্মেন্সে বাঁশি মুখে তাঁকে সঙ্গ দিয়েছেন এই যাদুকর। পরে তাঁরা দুজন মিলে শিব-হরি গ্রুপটি গড়ে তোলেন। সেরা বংশীবাদক বলতেই পন্ডিত হরিপ্রসাদের নামটি আসে সবার আগে। তাঁর একটি ভিডিও দেখুন। ইউটিউবে পন্ডিতের ভালো কোন ভিডিওর অস্তিত্ব খুঁজে পাইনি, তাই কয়েকটি অডিও লিংকও দিলাম।

ভিডিওঃ এখানে তিনি দক্ষিণ ভারতীয় (কর্ণাটকি ঘরানার) রাগ হংসধ্বনী বাজিয়েছেন, যা দিনের যে কোন সময় শোনার/বাজাবার উপযোগী।

0 comments:

Post a Comment