Written by Sayedur R Chowdhury0
commentsPosted in:
ছবি
স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের তরফ থেকে একুশ নিয়ে কোন আয়েজনের ঘোষনা না পেয়ে সেদিন দুপুরে চলে গেলাম ঠান্ডায় জমাট বাঁধা অ্যাসিনিবয়েন নদীতে। এখানেই রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিকভাবে জমাটবাঁধা আইস স্কেটিং ট্রেলটি (গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস) - প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ। ২য় দীর্ঘতমটি কানাডার রাজধানী অটোয়াতে, সাড়ে সাত কিলোমিটার। আরো একটি বিশ্ব রেকর্ডের জন্য ট্রেলটি দাবী জানিয়েছে, সবচেয়ে বেশি মানুষের সারিবদ্ধভাবে স্কেটিং করার জন্য, ২০০৮ এর ফেব্রুয়ারীতে প্রায় ১৫০০ স্কেটার সারি করে এখানে স্কেটিং করেছে, যা মেক্সিকোর ইনডোর রিঙ্কে ২০০ স্কুলছাত্রের রেকর্ডটিকে ভেঙ্গেছে। গত শীতে বিভিন্ন কারণে যাওয়া হয়নি, এবার তাই ট্রেলটিতে নামবো বলেই চলে গেলাম।
শীতের শুরুতেই নদীর পানির উপরিভাগ বরফ হয়ে যায়, যত দিন যায় এই বরফের স্তরের পুরুত্ব বাড়তে থাকে। জানুয়ারীর মাঝামাঝি এসে যখন এর পুরুত্ব ১০ ইঞ্চি হয়, তখনই নদীতে নেমে পড়ে স্নো সরাবার ভারী যন্ত্রপাতি,
উপরের আলগা স্নো সরিয়ে নদীর মূল জমাট বরফকে উম্মুক্ত করে দিয়ে স্কেটিং-এর উপযোগী করা হয়, এবড়ো থেবড়ো থাকলে তাও মসৃন করে দেয়া হয়। তারপরই তা খুলে দেয়া হয় মানুষের জন্য। স্কেটিং ট্রেলে স্কেটিং ও স্লেজিং করা হয়, স্কেটিং ট্রেল এর পাশাপাশি তৈরী করা হয় একটি ফুটপাথ যেটায় হাঁটা, সাইক্লিং ও স্কীয়িং করা যায়।
রিভার ট্রেল এর ম্যাপ
নদীতে নামার সিড়ি
গ্রীষ্মে ও শীতে নদীর চেহারা
বাচ্চাদের রং করবার বরফ ক্যানভাস
স্কেটিং ট্রেল ধরে যাত্রা শুরু
ফুটপাথে চলে এলাম
বিশ্রামের ঘর
গা গরম করবার ঘর (ওয়র্মিং শ্যাক)
নদীর বুক থেকে ম্যানিটোবা পার্লামেন্ট ভবন (লেজিসলেচার)
0 comments:
Post a Comment