ইংরেজ কবি ও ধর্মযাজক জন নিউটনের ১৭৭২ সনে লেখা 'অ্যামেজিং গ্রেস' -এর সঙ্গীতরূপ কে বলা হয় ইংরেজীভাষী বিশ্বের সর্বাধিকশ্রুত গান। এমনও বলা হয়, বিশ্বে এমন কোন ইংরেজীভাষী নেই যে গানটি শুনেনি, এবং শুনে তাৎক্ষণিকভাবে চিনতে না পারে। উল্লেখ্য গানটিতে খ্রীস্টধর্মমতে ক্ষমালাভ, পাপ মোচন ও ঈশ্বরের কৃপালাভের প্রচ্ছন্ন
কথাবার্তা আছে বিধায় এটি একটি ধর্মীয় সঙ্গীত হিসাবেও বিপুলভাবে সমাদৃত।

ছোট বড় এমন কোন ক্লাসিক্যাল শিল্পী নেই যিনি গানটি কখনো না কখনো না গেয়েছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এটি ব্যবহৃত হয়েছে ব্রেভহার্ট, গ্ল্যাডিয়েটর, ৩০০ সহ আরো অনেক চলচিত্রে। নিচে প্রথমে গানটির ইংরেজী লিরিক ও কয়েকটি বাছাই করা ইউটিউব ভিডিও শেয়ার করলাম।

Amazing grace! How sweet the sound,
That saved a wretch like me!
I once was lost but now am found
Was blind, but now I see.

'Twas grace that taught my heart to fear,
And grace my fears relieved;
How precious did that grace appear
The hour I first believed!

Through many dangers, toils, and snares,
We have already come;
'Tis grace hath brought me safe thus far,
And grace will lead me home.

The Lord has promised good to me,
His word my hope secures;
He will my shield and portion be
As long as life endures.

Yes, when this flesh and heart shall fail,
And mortal life shall cease,
I shall possess, within the veil,
A life of joy and peace.

The earth shall soon dissolve like snow,
The sun forbear to shine;
But God, who called me here below,
Will be forever mine.

আন্দ্রে রাইউ ▼ (বিখ্যাত এই অর্কেস্ট্রেটরকে নিয়ে অন্য কোন পোস্টে)


সেলিন ডিওন ▼


সেলটিক উওম্যান ▼
http://www.youtube.com/watch?v=HsCp5LG_zNE&feature=player_embedded

ক্লাসিক্যাল সঙ্গীতকে পপুলার সঙ্গীতধারা কিভাবে নষ্ট করতে পারে তার উদাহরণ হিসাবে একটি টেকনো ভার্সান দিলাম ▼

0 comments:

Post a Comment