হে যুবক, তোমার আজ ভ্যালেন্টাইন্স ডে,
কতই না ভালোবাসা ভালোবাসা বলবে আজ,
কাল যে গেল পয়লা ফাগুন মনে ছিলো কি?
জানি, ওই পশ্চিম বড়ই মায়া,
সেলুলয়েডের চলমান চিত্রে খুজে নাও তোমার জীবনদিশা,
কিংবা অসীম অন্তর্জাল হতে।
ফেসবুক, চ্যাটরুমের মিথ্যে চরিত্রেরা তোমার চরিত্রের গোড়া ধরে নাড়া দেয়।
তুমি না বল তুমি গর্বিত বাঙ্গালী! অথচ
সালাম বরকতের রক্তের ওপর দাঁড়িয়ে ডিজুস খিস্তি কর!
এফএম-এর খেঁউড় কানে বাজে অহর্নিশ!
কারো দুর্বল মুহুর্তের এমএমএস ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে দিতে তোমার বাঁধে না!
যে পশ্চিমা যুবক তোমার 'রোল মডেল', যাকে দেখে জিন্সের হাঁটু ছিড়ে দাও,
তুমি কি জানো সে যুবকটি গোটা গ্রীষ্ম রেস্তোরাঁর রসুইঘরে থালা মেজেছে
শরতে পড়বার টাকা জোগাবার জন্য?
এই বসন্তে যে যুবক বনে যাবার জন্য আজ তোমার নিজের মা-কে মনে পড়ে না,
তুমি কি জানো সে যুবকটি নিজেই এক বসন্ত কাটিয়েছে এতিমখানায়
একশ অনাথের মা হয়ে?
হে ঢাকাই যুবক, যে 'মডার্ন' যুবক হবার জন্য আজ তোমার কানে দশটি রিং ঝোলে,
কাল হয়তো লিপস্টিকও মাখবে, তুমি কি জানো সে যুবকটি আর কি কি করে?
তার মতো জীবনে কয়জন বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দিয়েছো?
জীবনে কয়বার ভিড়ের বাসে অন্যকে সীট ছেড়ে দিয়েছো?
... ... ...
ভ্যালেন্টাইন্স নিয়েছো, থার্টি ফার্স্ট নিয়েছো, ক্লাবিং নিয়েছো,
পাচ লাখ ইংরেজী শব্দ থেকে বেছে বেছে এফ-শব্দটিই নিয়েছো,
তার ভালোটি, বিনয়টি নেবে না?
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment