রাত ২:২০। জিয়া ভাইয়ের পোষ্টে কমেন্ট লেখা শেষ হতে না হতেই বিকট শব্দে বেজে উঠলো ফায়ার অ্যালার্ম। জানি কি করতে হবে, ছুটে বেরিয়ে যাওয়া নয়, বাইরে তাপমান শুন্যের নিচে ২৫। প্রথমে তাই সে অনুযায়ী পোশাক, জুতা, দস্তানা, কানঢাকা টুপি। হলওয়ে ছেড়ে মূল লবিতে দাড়াবার কয়েক মিনিটের মাথায় এসে পড়লো ৯১১ ইর্মাজেন্সী সার্ভিসের দমকল ইউনিটের ৪/৫টা গাড়ি। অতিকায় দেহের সুসজ্জিত দমকলকর্মীরা আসতেই ৩০০টি ফ্লাটের জড় হওয়া বাসিন্দাদের চোখেমুখে যে সম্ভ্রম লক্ষ্য করেছি, তখনই মাথায় এলো লেখার আইডিয়াটি। এই সম্ভ্রম আগেও দেখেছি, আজও দেখলাম। দমকল কর্মীরা হোল এখানকার মানুষের কাছে হিরো এবং পেশা হিসাবে সবচেয়ে শ্রদ্ধার। উইনিপেগের মানুষ একটু বেশিই শ্রদ্ধা করে, কারণ শুধু কানাডা নয়, গোটা উত্তর আমেরিকার প্রথম সমন্বিত ৯১১ কার্যক্রমটি চালু হয় এই শহরেই। আমার মনে হোল আমাদের যারা দমকল কর্মী তাঁরা এদের চেয়েও অনেক কম সুবিধা ও যন্ত্রপাতি নিয়ে এদের চেয়ে অনেক বেশি ঝুকি নিয়ে আগুনের মোকাবেলা করেন, বাংলাদেশের দমকল কর্মীদের আমরাও যদি হিরোর মর্যাদা দেই আমাদের নিজেদের মহত্ব ও কৃতজ্ঞতাই তাতে প্রকাশ পাবে।


0 comments:

Post a Comment