প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৩, ২০০৯ 

দেশের বাইরে বাজেভাবে ঈদ পালন আগেও করেছি, প্রতিবারই মনে হয় এবারই সবচেয়ে খারাপ সময় গেল। ২৭ তারিখে ঈদ গেল, গরু জবাইও হল, কিন্তু মাংস আনার জন্য রবার্টের খামারে ডাক পড়ল ৩০ তারিখে। ঈদের ৩য় দিনও ধরা গেলনা।
আপনাদের সাথে শেয়ার করি রবার্টের খামারে তোলা কিছু এলোমেলো ছবি।


ট্যাগ লাগানো গরু ঝুলানো আছে




কাটার জন্য গরু করাতকলে নেয়া হয়েছে



গরুর খোয়াড়


ছাগল-ভেড়ার খোয়াড়


এই প্রথম এখানে জ্যান্ত মোরগ-মুরগী দেখলাম



মূল মিটশপ-কাম-স্টোরেজ


পরিত্যাক্ত গ্যারাজ


হরেক রকম খড়ের গাদা




জ্বালানী কাঠের স্তুপ


তেলের পিপা


কৃষিযন্ত্রপাতি


যোহরের ওয়াক্ত যায়


আমিন ভাইয়ের বাসা থেকে আনা রুটি-মাংস দিয়ে দুপুরের খাবার


ফেরার পথে বন্ধুর বাড়ীর পাশে লেক দেখি জমে গেছে


দুরে আবার ওটা কি? নেহায়েতই কোন দুষ্ট বালকের কাজ

0 comments:

Post a Comment