প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৪, ২০০৯
ডিসেম্বরের পয়লা, রাত ১২ পেরিয়ে কেবলই ১২ মিনিট হয়েছে। শেখ নজরুল ভাইয়ের পোস্ট এলো "শুরু হলো বিজয়ের মাস..."। এরপর হয়তো আরো কিছু পোস্ট এসেছে 'ডিসেম্বরের', নইলে আমার মিছিলে যাবার ইচ্ছে হল কেন? মিছিলে যাব, কি নিয়ে যাই ভাবতে ভাবতেই আমার আর মেশিনের দুয়েরই স্মৃতি হাতড়ে দিয়ে ফেললাম "১৯৭১ এবং একটি পোস্টকার্ড"।
দারুন উৎসাহ দিলেন সবাই, এতই যে ভাবলাম যে কটি কার্ড তৈরী করেছিলাম সব দিয়ে দেই। গুনে দেখলাম কার্ড করেছিলাম ১৭টি, একটি আবার শিরোনামহীন। রইলো বাকি ১৬। পয়লায় শুরু, ১৬ই ডিসেম্বরে শেষ। বলতে কি, পুলকই অনুভব করেছি। সেভাবেই যেতাম, কিন্তু পরে মনে হল এত দীর্ঘ সময় নিয়ে প্রতিদিন একটি একটি করে পোস্ট দিতে থাকলে সবার কাছেই তা বিরক্তিকর হয়ে উঠতে পারে। তাছাড়া জানি ষোলটি কার্ডের সবই সমান আবেগ জাগানিয়া নয়। '৭১ আর ২১ - টেক্কা ছিলো দুটি, দুটিই ছেড়ে দিয়েছি। বাকিগুলো একটি একটি দিলেই কি আর হাত খুলে ছেড়ে দিলেই কি!
তাই আজ নিবেদন দুটি কার্ড, যদি দুটি মিলে একটির ভালবাসাও পায়!
দ্রষ্টব্যঃ যারা আগের পোস্টগুলোয় লক্ষ্য করেন নি, কার্ডগুলো প্রতিটিই ক্লিকেবল্ । কার্ডের গায়ে ক্লিক করে বড় আকারে দেখা যেতে পারে।
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment