29
Dec



গত বসন্তের শুরুতেই বিরাট দুর্যোগ। বরফগলা জল বয়ে নিয়ে যাবার সাধ্য হারিয়েছে লোহিত নদ (রেড রিভার)। চারদিক ছাপিয়ে পুরো প্রদেশে থই থই বন্যা, ১০০ বছরে দ্বিতীয় ভয়াবহতম। শহরটা শুধু কোনমতে জেগে আছে বাঁধের কারণে। সাধ জাগলো, বন্যার ছবি তুলবো। বেরসিক পুলিশ যেতে দিলো না তিন তিনটি পয়েন্টে, আমি নাকি ডুবে মরতে পারি। ব্যর্থ হয়ে চলে গেলাম সেন্ট ভিটাল পার্কে, নিচের ছবিগুলো তুললাম।















0 comments:

Post a Comment