প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৫, ২০০৯
মুখবন্ধঃ
লক্ষ্য করেছি, ব্লগে বহুল জিজ্ঞাসিত 'টেকি' প্রশ্নের মধ্যে প্রধান প্রধানগুলো হচ্ছে-
ছবি সংযুক্ত করবো কিভাবে? লেখার ফন্ট ছোট-বড়/রঙীন করবো কিভাবে? লিংক দেবো কিভাবে? ... .... ইত্যাদি ইত্যাদি।
জবাব আসে-
<img src="... ..."/>
<p style="... ...">... ...</p>
<a href="... ...">... ...</a>
... .... ইত্যাদি ইত্যাদি।
জ্ঞানের কথাঃ
এই যে কোডগুলো দেয়া হয়, তা HTML (HyperText Markup Language) এর কোড (জানারা ক্ষমা করবেন ধৃষ্টতার জন্য)। আর < > চিহ্নের ভেতর যে শব্দটি প্রথমে থাকে, যেমন p, a, img, এদের বলা হয় html tag। নিয়ম হল ট্যাগগুলো শুরু করলে শেষ করতে হয়। তাই <p> দিয়ে প্যারাগ্রাফ শুরু করলে </p> দিয়ে শেষ, <a> দিয়ে অ্যাংকর শুর করলে </a> দিয়ে শেষ, <b> দিয়ে বোল্ড শুর করলে </b> দিয়ে শেষ, <i> দিয়ে ইতালিক শুর করলে < /i> দিয়ে শেষ, ... .... ইত্যাদি ইত্যাদি।
মূল বিষয়ঃ
এবার দেখুন একজন html programmer যিনি আজ সমাধিস্থ হয়েছেন তার কবরে স্মৃতিফলকে কি লেখা হয়েছে.....
দ্রষ্টব্যঃ পাথরটি সত্যি ছবি, লেখাগুলো ফটোশপে করা।
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment