- উত্তোরত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছো তুমি।
আজ থেকে তোমাকে ডাকবো।
চুল্লি।
কেন জান? কেবল পোড়াচ্ছ বলে।
সুখের জন্য হাত পাতলে যা দাও
সে তো আগুনই।

- উত্তোরত্তর অত্যন্ত যা-তা হয়ে উঠছো তুমি
আজ থেকে আমিও তোমাকে ডাকবো
জল্লাদ।
কেন জান? কেবল হত্যা করছো বলে।
তোমাকে যা দিতে পারি না, তার দুঃখ
সে তো ছুরিরই ফলা।

**** **** ****
পূর্ণেন্দু পত্রীর এই কবিতাগুলো পড়েননি বা আবৃতি শোনেন নি বোধ করি খুব কম বাঙালী প্রেমিক।
Kothopokothon-26-27

বাকীগুলো দেখতে চাইলে বা আবৃতি শুনতে চাইলে নিচের লিংক দুটোতে যেতে পারেন।

Powered by eSnips.com

0 comments:

Post a Comment