ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ হতে, হাই সাইদ?
- স্পিকিং
- ম্ম্, আয় অ্যাম ক্রিস্টা
"হাই ক্রিস্টা" বলে প্রত্যুত্তর না দেবার জন্য নিজেকে খুব বোকা বোকা মনে হোল হঠাৎ, বুঝলাম কয়েকটি মূল্যবান পয়েন্ট হারিয়েছি ফোনালাপের সূচনাটি ঠিক ভাবে করতে না পেরে। আমতা আমতা করে বললাম, ও হ্যা, আমি বুঝতে পেরেছি, তোমার নাম্বার আমার ফোনবুকে আছে। বলেই বুঝলাম আরো বোকামী করে ফেলেছি।
- ইউ নিড আ রাইড?
- না, থ্যাংকস। আমি নিজেই চলে আসতে পারবো।
- দ্যাটস অঅঅঅসাম!! চলে আস তাহলে।
- কিন্তু এখনতো মাত্র তিনটা বাজে, আমার না পাঁচটায় আসবার কথা?
- হি হি হি, মানে হয়েছে কি, ব্রডির মা চলে এসেছেন, ভাবলাম তুমিও চলে আসলে মন্দ না।
- ঠিক আছে, তৈরী হয়ে আসতে যতক্ষণ লাগে।
- কান্ট ওয়েট। বাই!
গত বসন্তের শুরুতেই বিরাট দুর্যোগ। বরফগলা জল বয়ে নিয়ে যাবার সাধ্য হারিয়েছে লোহিত নদ (রেড রিভার)। চারদিক ছাপিয়ে পুরো প্রদেশে থই থই বন্যা, ১০০ বছরে দ্বিতীয় ভয়াবহতম। শহরটা শুধু কোনমতে জেগে আছে বাঁধের কারণে। সাধ জাগলো, বন্যার ছবি তুলবো। বেরসিক পুলিশ যেতে দিলো না তিন তিনটি পয়েন্টে, আমি নাকি ডুবে মরতে পারি। ব্যর্থ হয়ে চলে গেলাম সেন্ট ভিটাল পার্কে, নিচের ছবিগুলো তুললাম।
পূর্বসূত্রঃ প্রথম দেখা খ্রিসমাসের খুটিনাটি
প্রার্থনা হল থেকে বেরুতেই দেখি পুরোদস্তুর ঈদ। সবাই কোলাকোলির মত করে হাগ করছে একে অন্যকে, কুশলাদী বিনিময় চলছে। বাচ্চারা সার বেধে হলওয়ের দুপাশে দাঁড়িয়ে আছে, যেই সামনে পড়ছে তাকেই তোতাপাখির মত বলে যাচ্ছে 'মেরী খ্রিসমাস', 'মেরী খ্রিসমাস'। বাদামী ছোটখাট একজন মানুষ হিসাবে আমার প্রতি কৌতুহলটা তাদের কম নয়, ইতস্তত করে হলেও আমাকেও দুএকজন বললো। বড়রা অনেকেই এগিয়ে এল হ্যান্ডশেক করে 'মেরী খ্রিসমাস' জানানোর জন্য। টিফানীর দৃষ্টি লক্ষ্য করে দ্রুত এ পর্ব শেষ করে নিজের জ্যাকেটটি সংগ্রহ করে বেরিয়ে পড়লাম গির্জা থেকে।
সেন্ট মার্টিন্স দ্বীপে প্রথম যাই ১৯৮৬ তে। যাই দেখি তাতেই মুগ্ধ।
সেসময় ভেনেজুয়েলার এক বিশ্ববিদ্যালয়ের অন্যতম সিনিয়র প্রফেসর বশির উল্লাহ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক), তিনি দেখি যাই দেখেন তাতেই হতাশ ও বিরক্ত। ভয়ে ভয়ে জানতে চাইলাম, স্যার আপনার এই হতাশার কারণ কি? তিনি জানালেন, ৫০/৬০ এর দশকে তিনি বহুবার এই দ্বীপে এসেছেন, সে সময়ের তুলনায় ৮৬তে দ্বীপটির মৃতপ্রায় অবস্থা দেখে তিনি খুবই মর্মাহত। তাঁর ভাষায় এককালের 'প্যারাডাইজ'টির যে এই হাল করতে পারে কোন একটি দেশ ও তার মানুষেরা, এতে তিনি বিপন্ন বোধ করছিলেন।
১৯৮৬র পর আমারও বেশ কবার যাওয়া হয়েছে দ্বীপটিতে, কয়েক বছর পরপর, প্রায় নিয়মিত বিরতিতে। সবশেষ বার যাই ২০০৬-এ। এবার আমার বিপন্ন বোধ করার পালা। ১৯৮৬ তে যা দেখেছি, তার প্রায় কিছুই এখন আর অবশিষ্ট নেই।
পূর্বসূত্রঃ অতপর আমি দত্তক হয়ে গেলাম
"অতপর আমি দত্তক হয়ে গেলাম"-এর শেষ দিকে মন্তব্যের ঘরে আপডেট হিসাবে উল্লেখ করেছিলাম -
"এই মাত্র টিফানী জানালো, খ্রিসমাস ইভে (২৪ ডিসেম্বর) ওর বাবা-মা-ভাই সহ চার্চে যাবে প্রার্থনার জন্য, বিকেলে ডিনার। এবং জানতে চাইলো দাওয়াত গ্রহন করতে আমার আপত্তি আছে কি না। আমার মনে হয়, চার্চের ব্যাপারটাও দেখে আসা দরকার।"
বলাই বাহুল্য আমি দাওয়াত গ্রহন করেছিলাম চার্চের বিষয় আশয় এবং একটি পরিবারের ট্যাডিশনাল বড়দিন উদযাপন দেখার লোভে। পরে একটু দমে গিয়েছিলাম যখন জানলাম তাদের পরিবার উইনিপেগে থাকে না, থাকে তাদের হোম টাউন ব্রানকিল্ডে, আর সেখানেই হবে তাদের খ্রিসমাস। তবু কয়েকদফা মেসেজ চালাচালির পর ঠিক হলো ২৪ তারিখ (গতকাল) বিকেল ৪:১৫তে টিফানী আমাকে তুলে নেবে।
- উত্তোরত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছো তুমি।
আজ থেকে তোমাকে ডাকবো।
চুল্লি।
কেন জান? কেবল পোড়াচ্ছ বলে।
সুখের জন্য হাত পাতলে যা দাও
সে তো আগুনই।
- উত্তোরত্তর অত্যন্ত যা-তা হয়ে উঠছো তুমি
আজ থেকে আমিও তোমাকে ডাকবো
জল্লাদ।
কেন জান? কেবল হত্যা করছো বলে।
তোমাকে যা দিতে পারি না, তার দুঃখ
সে তো ছুরিরই ফলা।
**** **** ****
পূর্ণেন্দু পত্রীর এই কবিতাগুলো পড়েননি বা আবৃতি শোনেন নি বোধ করি খুব কম বাঙালী প্রেমিক।
Kothopokothon-26-27
বাকীগুলো দেখতে চাইলে বা আবৃতি শুনতে চাইলে নিচের লিংক দুটোতে যেতে পারেন।
Powered by eSnips.com |
রাত ২:২০। জিয়া ভাইয়ের পোষ্টে কমেন্ট লেখা শেষ হতে না হতেই বিকট শব্দে বেজে উঠলো ফায়ার অ্যালার্ম। জানি কি করতে হবে, ছুটে বেরিয়ে যাওয়া নয়, বাইরে তাপমান শুন্যের নিচে ২৫। প্রথমে তাই সে অনুযায়ী পোশাক, জুতা, দস্তানা, কানঢাকা টুপি। হলওয়ে ছেড়ে মূল লবিতে দাড়াবার কয়েক মিনিটের মাথায় এসে পড়লো ৯১১ ইর্মাজেন্সী সার্ভিসের দমকল ইউনিটের ৪/৫টা গাড়ি। অতিকায় দেহের সুসজ্জিত দমকলকর্মীরা আসতেই ৩০০টি ফ্লাটের জড় হওয়া বাসিন্দাদের চোখেমুখে যে সম্ভ্রম লক্ষ্য করেছি, তখনই মাথায় এলো লেখার আইডিয়াটি। এই সম্ভ্রম আগেও দেখেছি, আজও দেখলাম। দমকল কর্মীরা হোল এখানকার মানুষের কাছে হিরো এবং পেশা হিসাবে সবচেয়ে শ্রদ্ধার। উইনিপেগের মানুষ একটু বেশিই শ্রদ্ধা করে, কারণ শুধু কানাডা নয়, গোটা উত্তর আমেরিকার প্রথম সমন্বিত ৯১১ কার্যক্রমটি চালু হয় এই শহরেই। আমার মনে হোল আমাদের যারা দমকল কর্মী তাঁরা এদের চেয়েও অনেক কম সুবিধা ও যন্ত্রপাতি নিয়ে এদের চেয়ে অনেক বেশি ঝুকি নিয়ে আগুনের মোকাবেলা করেন, বাংলাদেশের দমকল কর্মীদের আমরাও যদি হিরোর মর্যাদা দেই আমাদের নিজেদের মহত্ব ও কৃতজ্ঞতাই তাতে প্রকাশ পাবে।
(বিশেষ করে আলপিন, সকাল ও জায়দুল ইসলাম-এর আগ্রহে ট্যুটোরিয়ালটি দিলাম, অন্যদেরও কাজে লাগলে আনন্দ পাবো)
ফটোশপে ডিজিটাল জাতীয় পতাকায় দেখিয়েছিলাম কি করে সঠিক মাপের ও রংয়ের একটি জাতীয় পতাকা তৈরী করা যায় ফটোশপে। আজ দেখাবে কি করে তাকে হাওয়ায় দোলা একটি পতাকার রূপ দেয়া যায়।
জাতীয় পতাকা সম্পর্কিত পুরনো পোস্টঃ
১. জরীপঃ জাতীয় পতাকার রং সঠিক জানেন কি?
২. জাতীয় পতাকার রং কি? জরীপ ও উপসংহার - পর্ব ১(২)
৩. জাতীয় পতাকার রং কি? জরীপ ও উপসংহার - পর্ব ২(২)
************
১। ফটোশপে File মেনু থেকে New সিলেক্ট করুন (বা Ctrl+N)
২। নুতন ফাইল তৈরীর যে ডায়ালগ বক্সটি পাবেন তাতে ডিজিটাল আর্টওয়র্কটির প্রস্থ ১০০০ এবং উচ্চতা ৬০০ টাইপ করে Ok করুন। লক্ষ্য রাখবেন Mode যেন RGB Color হিসেবে সিলেক্ট করা থাকে। Contents হিসাবে White সিলেক্ট করে নিতে পারেন, তাহলে এই টিউটরিয়াল-এর সাথে মিল থাকবে।
(আগের পর্বের ধারাবাহিকতায় রচিত। আগের পর্বটি পড়া না থাকলে এ পর্বটি বোধগম্য নাও হতে পারে।)
আগের পর্বের লিংকঃ জাতীয় পতাকার রং কি? জরীপ ও উপসংহার - পর্ব ১(২)
এতো গেল কাপড়ের পতাকার জটিলতা। কাগজের পতাকা বা পত্র-পত্রিকায় পতাকা ছাপানোর ক্ষেত্রে কি করতে হবে? ছাপার রং (কালি) কাপড় রঙাবার রং থেকে একেবারেই ভিন্ন। তাদের শেডের নামও ভিন্ন। অনেক ক্ষেত্রে উৎপাদনকারীও ভিন্ন। ক্যানভাস বা মুরেলে পতাকা আকতে গেলে কি করতে হবে? তুলির রং (পেইন্ট) কাপড় বা ছাপার রং থেকে ভিন্ন, শেডের নাম বা উৎপাদনকারীও হয়তো ভিন্ন। কাজেই ছাপা বা আঁকার ক্ষেত্রে পতাকা বিধি থেকে প্রত্যক্ষ কোন সাহায্য / নির্দেশনা পাওয়া যাচ্ছে না।
এবার আসি ডিজিটাল আর্ট ফর্মে। ডিজিটাল আর্ট ফর্ম সম্পূর্ণ ভিন্ন একটি জগত। এখানে রংয়ের সঙ্গাই ভিন্ন। এত কিছু বলেছি, এ বিষয়টি না বললে পাঠকের প্রতি অবিচার করা হবে। রংয়ের দুটি জগৎ আছে - একটি রঞ্জক সম্পর্কিত (pigment), অন্যটি আলোক (optics) সম্পর্কিত। দুই জগতের দুই নিয়ম, বিপরীত নিয়ম। রঞ্জকের জগতে সকল মৌলিক রং মেশালে মিশ্রণের রং হয় কালো, আলোকের জগতে সকল মৌলিক রং মেশালে মিশ্রণের রং হয় সাদা। রঞ্জকের জগতে রঞ্জক যোগ করলে রং গাঢ় হতে থাকে, আলোকের জগতে আলোক যোগ করলে রং ফিকে হতে থাকে। ডিজিটাল আর্ট ফর্ম আলোকের জগতের বাসিন্দা, যতক্ষণ না তাকে প্রিন্ট করছি, প্রিন্ট করলেই সে চলে গেল রঞ্জকের জগতে। কম্পিউটার মনিটরে যে রং আমরা দেখি তা আলোক ছাড়া আর কিছুই না। লাল, সবুজ আর নীল (RGB) এই তিনটি মৌলিক রং দিয়ে বিশ্বের যাবতীয় রং সৃষ্টি (সাত রংয়ের ব্যাপারটি প্রাচীন ধারণা)।
বিভিন্ন রকমের সবুজ রং ব্যবহার করে তৈরী জাতীয় পতাকার ৬টি গ্রাফিক্স দেখিয়ে গতকাল জরীপঃ জাতীয় পতাকার রং সঠিক জানেন কি? শিরোনামে একটি জরীপ চালিয়েছিলাম। সহব্লগারদের অনুরোধ করেছিলাম ৬টির মধ্যে যে রংটিকে সঠিক বলে মনে হয়, তা চিহ্নিত করে দিতে। সুখের বিষয় দুএকজন ছাড়া বাকী প্রায় সবাই যে গ্রাফিক্সটির পক্ষে মতামত দিয়েছেন, অর্থাৎ ৬ নম্বর, সেটিই আমাদের জাতীয় পতাকার অনেকটা কাছাকাছি রং। 'কাছাকাছি' এ জন্য বলছি যে, প্রকৃত রং কোনটি তা নিশ্চিত করে বলা এখন আর কারো পক্ষেই সহজ নয়।
একটু আগে আগে জাতীয় পতাকা সম্পর্কিত ও পতাকার ছবি সম্বলিত দুটি পোস্ট পড়ে এসেছি। পোস্ট দুটি হোল, শেখ নজরুলের আসুন অনড় পায়ে এখনই তাঁকে সালাম জানাই এবং নীরব পথিকের একটি বিজয় নিশান চাই......."। লেখার জন্য দুজনকেই আমার অভিনন্দন।
লেখাগুলোতে ব্যবহৃত জাতীয় পতাকা দুটি দেখে আমার মনে প্রশ্ন জেগেছে, আমরা কতজন জানি আমাদের জাতীয় পতাকার সঠিক রং কি। লেখকদ্বয় আমাকে ভুল বোঝার আগেই আমি বলে নিতে চাই, তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমি এ পোস্টটি দিচ্ছি। আমি ধরে নিচ্ছি তাদের দুজনের কেউই পোস্টে ব্যবহৃত পতাকার গ্রাফিক্স নিজে তৈরী করেননি, কোথাও হতে সংগ্রহ করেছেন। কিন্তু এটি নিশ্চিত যে কোন না কোন বাংলাদেশী গ্রাফিক্স দুটির স্রষ্টা। উপরে যে পতাকাটি দেখছেন তা নিরব পথিকের পোস্টে ব্যবহৃত পতাকার আলোছায়া দুর করে পাওয়া রং। আর ঠিক নিচের পতাকাটি শেখ নজরুলের ব্যবহৃত প্রাফিক্সের পূনঃসৃষ্টি।
~কি দ্যাখো?
~ছবি!
~ছবিই কি?
~নয়তো?
~তোমার একফালি দৃষ্টির জন্য
কারো হৃদপিন্ডের ধুকপুকুনি নয়?
चाँद किसि दिन पुछ ना बैठे
तुमसे दिलकि बात,
छात पर आ कर खत लिखति हो
किसको सारि रात?
চাঁন্দ কিসি দিন পুছ না বেয়ঠে
তুমসে দিলকি বাত,
ছাত পর আ কর খত লিখতি হো
কিসকো সারি রাত?)
চাঁদ কখনো মনের কথা
জানতে যদি চায়,
রাতের ছাদে পত্র লিখো
কাকে নিরালায়?
আমার প্রথম আলো ব্লগে যারা গিয়েছেন প্রোফাইলের ব্যানারে আমার মেয়ের অ্যানিমেটেড এই ছবিটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। অনেকেই তা খুব পছন্দ করেছেন বলে আমাকে জানিয়েছেন। দু'একজন সহব্লগার কিভাবে এটি করা যায় তাও জানতে চেয়েছেন। আমি তাদের কথা দিয়েছিলাম একটি পোস্ট দিয়ে চেষ্টা করবো কৌশলটির ওপর আলোকপাত করতে।
শুরুতেই বলে নেয়া ভাল, অ্যানিমেশনটি কোন ভিডিও থেকে নেয়া নয়, ৩টি স্থিরচিত্র থেকে তৈরী করা। যদিও ঘটনাক্রমে ছবি ৩টি অ্যানালগ ভিডিও ক্যামেরা থেকে সরাসরি ক্যাপচার কার্ডের সাহায্যে নেয়া (ডিজিটাল বা ফিল্ম ক্যামেরা দিয়ে নয়)। নিচের ৩টি ছবি আমার ব্যানার অ্যানিমেশনে ব্যবহার করেছি-
শৈশবে লুকোচুরি বা হাইড-অ্যান্ড-সীক খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া বোধ করি দুষ্কর হবে, সারা দুনিয়ায়। মানুষ অ্যাডভেঞ্চারের জগতে পা রাখে এই খেলা দিয়ে, তাই বড় হয়েও লুকোচুরির বাসনা তার যায় না। সাম্প্রতিককালে বড়দের জন্য একরকমের লুকোচুরি খেলা চালু হয়েছে, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
প্রদর্শনের শেষ পর্বে অবশিষ্ট তিনটি কার্ড দিলাম। সপ্তাহজুড়ে যারা আমাকে
মন্তব্য করে, ভাললাগা জানিয়ে উৎসাহিত করেছেন, এবং যারা মন্তব্য না করলেও সময় নিয়ে দেখে গিয়েছেন আমার কার্ডগুলো সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
আমি জানি মাত্র ১৬টি পোস্টকার্ড বা পোস্টার দিয়ে একটি দেশকে তুলে ধরার চেষ্টা হাস্যকর, সংখ্যাটি ষোলশ হলে কাছাকাছি যাওয়া যেত। নিজের সময়, সুযোগ ও চিত্রসংগ্রহ অনুকূলে থাকলে কখনো হয়ত আরো কিছু কার্ড তৈরী করবো। বিষয়াবলী নিয়ে আপনাদের কোন পরামর্শ থাকলে দেবেন (আজই দিতে হবে এমন নয়)। পরিশেষে আপনাদের সামগ্রিক কোন বক্তব্য থাকলে তাও জানতে আমি আগ্রহী।
প্রচ্ছদ
... ... ...
ভূমিকাঃ এর কোন ভূমিকা নেই।
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৭, ২০০৯
প্রায় শেষ দিকে চলে এসেছি আমার পোস্টকার্ড প্রদর্শনের। আজ দিলাম আরো তিন।
(এরশাদ ভাইসহ চীনের পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ছবির লিংক ব্লগস্পট থেকে সরাতে পারিনি বলে)
আগে প্রদর্শিত কার্ডের লিংকগুলো সাথে দিলাম।
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৮, ০৯ ও ১০
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৬ ও ০৭
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৪ ও ০৫
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৩
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০২
১৯৭১ এবং একটি পোস্টকার্ড
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৭, ২০০৯
"এই যে ভাই, একটু জায়গা করে দেবেন? বাচ্চারা পানিতে নামতে চায়" - মানুষের সারির সুবিধাজনক কোন একটা অংশে গিয়ে এভাবেই আবেদন করতে হয় বিশেষ বিশেষ ছুটির দিনের পতেঙ্গা বীচে। চিটাগং-এ আর যাবোই কোথায়? ঘুরে ফিরে সেই পতেঙ্গা। হতাশ এবং বিরক্ত হবার মত ভিড়, সবসময় হয়েছিও তাই।
এখন যে শহরে আছি তার জনসংখ্যা চিটাগং-এর পাঁচ ভাগের একভাগেরও কম। অথচ আয়তন ঢাকার তিনগুনেরও বেশি। স্বভাবতই ঢাকারতো নয়ই, চিটাগং-এরও ধারে কাছে যায়না কোন জনসমাগম।
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৬, ২০০৯
দ্রুত শেষ করতে চাই আমার পোস্টকার্ড প্রদর্শন পর্ব। তাই আজ আরো ৩টি কার্ড, প্রকৃতি সম্পর্কিত।
আগে প্রদর্শিত কার্ডের লিংকগুলো সাথে দিলাম।
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৬ ও ০৭
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৪ ও ০৫
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৩
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০২
১৯৭১ এবং একটি পোস্টকার্ড
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৬, ২০০৯
আমার লেখা যান্ত্রিক বচন ও কিছু স্মৃতি -তে টেক্সট্-টু-স্পীচ প্রসংগে ভুল করে লিখেছিলাম-
"উন্নত বিশ্বের প্রধান ভাষাগুলোর সবই এর আওতায় চলে এসেছে - ইংরেজী, স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, ডাচ, রাশিয়ান, আরবী। ... ... ... দুঃখিত বাংলার জন্য আপাতত কোন সুসংবাদ নেই"।
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৫, ২০০৯
মুখবন্ধঃ
লক্ষ্য করেছি, ব্লগে বহুল জিজ্ঞাসিত 'টেকি' প্রশ্নের মধ্যে প্রধান প্রধানগুলো হচ্ছে-
ছবি সংযুক্ত করবো কিভাবে? লেখার ফন্ট ছোট-বড়/রঙীন করবো কিভাবে? লিংক দেবো কিভাবে? ... .... ইত্যাদি ইত্যাদি।
জবাব আসে-
<img src="... ..."/>
<p style="... ...">... ...</p>
<a href="... ...">... ...</a>
... .... ইত্যাদি ইত্যাদি।
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৫, ২০০৯
প্রকৃতি ভালবাসেন যত মানুষ তার অর্ধেক ভালবাসেন সমুদ্র। আমি বাসিনা। সমুদ্র দেখলেই আমার বমি পায় (প্রায়), প্রথমবেলায় বমি করে জাহাজের ডেক ভাসিয়ে দেবার কথা মনে পড়ে। ঢেউ দেখে কবিদের মনের সীমান্তে আছড়ে পড়ে ছন্দের ঊর্মিমালা, আমি দেখতে পাই পদার্থবিজ্ঞানের সূত্র আর গাণিতিক রাশিমালা। সমুদ্র দেখলেই আমার মনে পড়ে যায় অমানুষিক পরিশ্রম করা ফিল্ডওয়র্কের কথা, অসাধারণ সুন্দর প্রজাপতি মাছ দেখলেও আমার মনে ইচ্ছে জাগে তাকে ব্যবচ্ছেদ করে দেখতে সে তৃণ খায় না মাংস খায়। অদ্ভুত নীল আকাশ সাক্ষাৎ সমুদ্রের বুকে নেমে এলে আমার জানা হয়ে যায় এখানে শৈবাল কম, কোন সুন্দর আমি দেখতে পাইনা। আমি সবুজ সমুদ্র দেখতে চাই।
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৪, ২০০৯
ডিসেম্বরের পয়লা, রাত ১২ পেরিয়ে কেবলই ১২ মিনিট হয়েছে। শেখ নজরুল ভাইয়ের পোস্ট এলো "শুরু হলো বিজয়ের মাস..."। এরপর হয়তো আরো কিছু পোস্ট এসেছে 'ডিসেম্বরের', নইলে আমার মিছিলে যাবার ইচ্ছে হল কেন? মিছিলে যাব, কি নিয়ে যাই ভাবতে ভাবতেই আমার আর মেশিনের দুয়েরই স্মৃতি হাতড়ে দিয়ে ফেললাম "১৯৭১ এবং একটি পোস্টকার্ড"।
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৩, ২০০৯
দেশের বাইরে বাজেভাবে ঈদ পালন আগেও করেছি, প্রতিবারই মনে হয় এবারই সবচেয়ে খারাপ সময় গেল। ২৭ তারিখে ঈদ গেল, গরু জবাইও হল, কিন্তু মাংস আনার জন্য রবার্টের খামারে ডাক পড়ল ৩০ তারিখে। ঈদের ৩য় দিনও ধরা গেলনা।
আপনাদের সাথে শেয়ার করি রবার্টের খামারে তোলা কিছু এলোমেলো ছবি।
ট্যাগ লাগানো গরু ঝুলানো আছে
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০১, ২০০৯
বিদেশে বা দেশে একা একা যারা থাকেন এবং নিজের রান্না নিজেই করেন তাদের জন্য আমার ফাঁকিবাজির ঝাপি থেকে এক টুকরো রেসিপি। রন্ধনপটুদের এই পোস্ট না পড়লেও চলবে।
সংবিধিবদ্ধ নয় তবু সতর্কীকরণঃ এই খাদ্য আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All