সবার সামার অনেক আগে শুরু হলেও আমাদের সামার শুরু হচ্ছে কেবল, বলা যায় বসন্ত এখনো যায় নি। বেশ কদিন বৃষ্টি বাদলার পর পরশু দিন ঝলমলে রোদ উঠলো। ভাবলাম দেরী হলেও দেখে আসি প্রকৃতি জেগেছে কেমন। আবার বৃষ্টি হবে ভয়ে ভরদুপুরেই বের হলাম। ভর দুপুর ছবি তোলার জন্য খুব ভালো সময় নয় তিন কারণে, এক. দুপুরের আলোর ফ্ল্যাটারী থাকেনা, দুই. ছায়াগুলো নাটকীয় হয় না, তিন. কন্ট্র্যাস্ট নিয়ন্ত্রন করা কঠিন। তার সাথে যোগ দিয়েছিলো প্রবল হাওয়া, ঘন্টায় ৪০ কি.মি. বেগে বইছে তো বইছেই। এক একটি সাবজেক্টকে অনেক রকম শরীরের আড়াল দিয়েও কোনমতেই ভালো ছবির উপযুক্ত স্থির রাখতে পারছিলাম না, কোন কোনটিকে একহাতে ধরে রেখেও বাতাসের ঝাপটায় কাঁপাকাঁপি বন্ধ করতে পারছিলাম না। তাই যতটা শার্প ছবি মনে মনে চেয়েছি ততটা আনতে পারিনি, বিশেষ করে ছায়ায় যখন শাটার স্পীড ১/৩০ সেকেন্ডও ব্যবহার করতে হয়েছে, তখন একটু দুলুনিই নষ্ট করে দিয়েছে ছবিটি।
এমনই রোদ্দুর ছিলো সেদিন
মনে পড়ে এই ছবিটি শীতকালে দিয়েছিলাম?
আবার বসন্তে দিলাম
ম্যাপলের রুক্ষ ত্বক ফেটে বেরিয়েছে নতুন পাতা
পাতারা একটু বড় হয়েছে
পাইন/স্প্রুসের ডাল গজাবার এউতো সময়
পাইনের ফল
দেরী করে ফেলেছি, কানাডা প্লুমের পাপড়ি সব ঝরে গেছে
সারা শীত এই দোতলার কাঁচের ব্যালকনিতে লাঞ্চ সেরেছি, এখন সময় তাকে বাইরে থেকে দেখার
ঠিক নিচেই বসেছে বসন্ত মেলা
কাছে থেকে দেখা
একজন ভোলেনি গত বসন্তের স্মৃতি
পাশের মঞ্জরী সাজাচ্ছে অন্যজন
ঘাসেরাই কম যাবে কেন?
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment