বরফের স্থাপত্য

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:

কানাডার রাজধানী অটোয়া খুব ঠান্ডা অঞ্চল নয়, তবু দেশের রাজধানী হিসাবে এখানে কিছু বাড়তি কার্যক্রম থাকবেই। তাই প্রতিবছর ফেব্রুয়ারীতে এখানে আয়োজিত হয় অটোয়া উইন্টারল্যুড (উইন্টার ফেস্টিভ্যাল)। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই ফেস্টিভ্যালে অংশ নিতে। এই ফেস্টিভ্যালে আইস স্তেটিং, আইস কার্ভিং, নির্বাচিত নগর প্রতিনিধিদের আইস হকি প্রতিযোগিতা, বরফের তৈরী ক্যাফে, স্কেটিং প্রশিক্ষন ও প্রদর্শনী ছাড়াও সবার কাছে আকর্ষনীয় হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগিদের তৈরী বরফের স্থাপত্য। এবছরের কয়েকটি ছবি নেট থেকে সংগ্রহ করে পোস্ট আকারে দিলাম।

এবারের ছবি পোস্টটিতে কিছুটা টেকি পরীক্ষা চালিয়েছি, তাই ছবিগুলো এখানে না দিয়ে একটি স্লাইড-শো-র সাহায্য নিয়েছি। নিচের লিংকে ক্লিক করলে একটি নুতন উইন্ডো খুলবে এবং সেখানে ইচ্ছা করলে ছবিগুলো প্লে বাটন চেপে ৪ সেকেন্ড বিরতিতে স্লাইড শো দেখতে পারেন, অথবা ডানে বামের তীর চিহ্ন চেপে একছবি থেকে অন্য ছবিতে যেতে পারেন। একবার ক্লিক করে কীবোর্ড থেকেও ডান-বামের তীর চিহ্নিত কী চেপে এক ছবি থেকে অন্য ছবিতে যেতে পারবেন।

নিচের লিংকে ক্লিক করুন-
এখানে ক্লিক করুন

0 comments:

Post a Comment