হৃদয় বোঝাতে বাংলা গানে হৃদয়, মন, প্রাণ, অন্তর – এ শব্দগুলো ব্যবহৃত হয়। ইংরেজি গানে শব্দটি বলতে গেলে সবসময়ই ‘হার্ট', হিন্দি ও উর্দু গানে তা প্রায় একচ্ছত্রভাবেই 'দিল'। ‘দিল' নিয়ে গানের সংখ্যা হাজার হাজার বললে হয়তো কমই বলা হবে, তার থেকে বাছাই করা কয়েকটি গান আপনাদের শোনার জন্য এখানে দিলাম।
গানের বামে ‘শুনুন' বাটনটি একবার ক্লিক করলে একটি ছোট পপ-আপ উইন্ডোতে মিউজিক প্লেয়ারটি ওপেন হয়ে গান বাফারিং হবে ও বাজতে শুরু করবে। গানটি শুনতে থাকা অবস্থায় আপনি আবার এই পোস্টের উইন্ডোতে ফিরে আসতে পারেন। এরপর অন্য গানে ক্লিক করলে, প্লেয়ারটি ব্যাকগ্রাউন্ডে থেকেই নতুন গানটি বাজাতে শুরু করবে। প্লেয়ারটি সুন্দর দেখতে পাবার জন্য অপেরা রেকমেন্ডেড, অন্য ব্রাউজারে কাজ চলবে, তবে অপেরার মত দেখতে সুন্দর হবে না।
গোলাম আলি
দিল মে অর তো কেয়া রাক্খা হে, তেরা দর্দ ছুপা রাক্খা হে
দিল জ্বালাকে মেরা মুসকুরাতে হে ৰো
নুর জাহান
দিল ধড়ক নে কা সাবাব ইয়াদ আয়া
দিলকে আফসানে নিগাহো কি জুবা তক পহুছে
চিত্রা সিং
দিল হি তো হে না সঙ্গ-ও-খিশত, দর্দ সে ভর না আয়ে কিঁউ
মেরা দিল ভি শওক সে তোড়ো, এক তাজুর্বা অর সহি
মেহদী হাসান
দিল তড়পতা হে ইক জামানে সে
দিলকে গামকো ছুপানা সিখা হে
জগজিত সিং
ৰো দিল হি কেয়া তেরে মিলনে কি জো দোয়া না করে
দিল-এ-নাদান তুঝে হুয়া কেয়া হে, আখের ইস দর্দ কি দাওয়া কেয়া হে
ফরিদা খানম
দিল জ্বালানে কি বাত করতে হো
সালমা আগা
দিল কি আরমান আঁসুওকে
লতা মুঙ্গেশকর
দিলমে অব দর্দ-এ-মুহাব্বত কে সিৰা কুছ ভি নেহি
উপরের গানগুলো শুনতে যাঁদের ঘুম পেয়ে যাবার সম্ভাবনা আছে, তাঁদের জন্য-
সাম্প্রতিক বলিউডি
তু দিল কি খুশি (সুর, ২০০২)
দিল নে জিসে আপনা কাঁহা (দিল নে জিসে আপনা কাঁহা, ২০০৪)
দিল কেহ রাহা হে (কিঁউ কি, ২০০৫)
দিল যো হামারা আহে না ভরতা (নাগমনি)
দো দিল মিল রহে হে (পরদেস, ১৯৯৭)
দিল হ্যায় কে মানতা নেহি (দিল হ্যায় কে মানতা নেহি, ১৯৯১)
পুরাতন সংগ্রহ পোস্ট:
২. সংগ্রহঃ শাওন রাতে যদি
১. সংগ্রহঃ পূর্ণেন্দু পত্রীর কথোপকথন
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment