প্রদর্শনের শেষ পর্বে অবশিষ্ট তিনটি কার্ড দিলাম। সপ্তাহজুড়ে যারা আমাকে
মন্তব্য করে, ভাললাগা জানিয়ে উৎসাহিত করেছেন, এবং যারা মন্তব্য না করলেও সময় নিয়ে দেখে গিয়েছেন আমার কার্ডগুলো সবার প্রতি আমার কৃতজ্ঞতা।

আমি জানি মাত্র ১৬টি পোস্টকার্ড বা পোস্টার দিয়ে একটি দেশকে তুলে ধরার চেষ্টা হাস্যকর, সংখ্যাটি ষোলশ হলে কাছাকাছি যাওয়া যেত। নিজের সময়, সুযোগ ও চিত্রসংগ্রহ অনুকূলে থাকলে কখনো হয়ত আরো কিছু কার্ড তৈরী করবো। বিষয়াবলী নিয়ে আপনাদের কোন পরামর্শ থাকলে দেবেন (আজই দিতে হবে এমন নয়)। পরিশেষে আপনাদের সামগ্রিক কোন বক্তব্য থাকলে তাও জানতে আমি আগ্রহী।








* ড. ইউনুসের নোবেল পুরস্কারের আগে


সব ষোল (বড় করে দেখার জন্য কার্ডের ওপর ক্লিক করুন)
01. War of Independance '71 02 03 04
05 06 07 08
09 10 11 12
13 14 15 16

0 comments:

Post a Comment