প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৬, ২০০৯ 



 আমার লেখা যান্ত্রিক বচন ও কিছু স্মৃতি -তে টেক্সট্‌-টু-স্পীচ প্রসংগে ভুল করে লিখেছিলাম-

"উন্নত বিশ্বের প্রধান ভাষাগুলোর সবই এর আওতায় চলে এসেছে - ইংরেজী, স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, ডাচ, রাশিয়ান, আরবী। ... ... ... দুঃখিত বাংলার জন্য আপাতত কোন সুসংবাদ নেই"।



আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ের CRBLP (Center for Research on Bangla Language Processing)
-এর অসাধারণ একটি কৃতিত্ব আমার তখনো চোখে পড়েনি। এই গবেষণা প্রতিষ্ঠানটি একটি বাংলা টেক্সট্‌-টু-স্পীচ ভয়েসের প্রটোটাইপ তৈরী করেছেন যার সাহায্যে একটি কম্পিউটার ইউনিকোড বাংলায় লেখা পড়ে শোনাতে সক্ষম। যদিও কম্পিউটারের কন্ঠস্বর এখনো অনেকটাই যান্ত্রিক,
তবু বুঝতে খুব একটা সমস্যা হয়না।
বাংলা ভাষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অবদান।
প্রজেক্টটির নাম 'কথা', এর সাথে জড়িত সবাইকে আমার কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
একই সাথে আশা করি ভয়েসটি অদুর ভবিষ্যতে আরো উন্নত হবে; তখন ব্লগের পাতা আর পড়বো না, শুনবো। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি 'কথা' ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করছে।

আপনারা নিজেরাই কম্পিউটারের বাংলা ভাষায় কথা বলা শুনে আসতে পারেন এই লিংকে-
ব্রাক ইউনিভার্সিটি বাংলা টিটিএস ডেমো

0 comments:

Post a Comment