অনুকথন - ০২

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:

প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৭, ২০০৯ 



"এই যে ভাই, একটু জায়গা করে দেবেন? বাচ্চারা পানিতে নামতে চায়" - মানুষের সারির সুবিধাজনক কোন একটা অংশে গিয়ে এভাবেই আবেদন করতে হয় বিশেষ বিশেষ ছুটির দিনের পতেঙ্গা বীচে। চিটাগং-এ আর যাবোই কোথায়? ঘুরে ফিরে সেই পতেঙ্গা। হতাশ এবং বিরক্ত হবার মত ভিড়, সবসময় হয়েছিও তাই।

এখন যে শহরে আছি তার জনসংখ্যা চিটাগং-এর পাঁচ ভাগের একভাগেরও কম। অথচ আয়তন ঢাকার তিনগুনেরও বেশি। স্বভাবতই ঢাকারতো নয়ই, চিটাগং-এরও ধারে কাছে যায়না কোন জনসমাগম।



ছুটির দিনে স্থানীয়রা দূর-দূরান্তে বেড়াতে যায়, আমার অবস্থা এখানেও বেশি বদলায়নি। দুরে খুব একটা যাই না, কাছাকাছি কোথাও মাঝেসাঝে যাই। কিন্তু হায়, একি! মানুষ কোথায়? এত এত চর্চ্চা করে রাখা বেড়াবার বন্দোবস্ত, অথচ বেড়াবার প্রাণী বলতে সংসার সাঙ্গ করা কোন বুড়ি, তার এক-দু'টো কুকুর; আর এই হতছ্ছাড়া আমি।

এখন মনে হয়, পতেঙ্গার সেই কিলবিলে মানুষের ভিড়ই আমার বড় প্রিয়। মানুষের চেয়ে আনন্দদায়ী যে আর কিছু নেই!

---
*ছবিটি শীত শুরুর মাসখানেক আগে তোলা।

পুরনো লেখাঃ অনুকথন - ০১

0 comments:

Post a Comment