আগে বলিনি হেলালের বাগানটি পুরোপুরি অর্গ্যানিক, কোন রকমের রাসায়নিক সার বা কীটনাশক তারা ব্যবহার করেনি। রান্নাঘরের উচ্ছিষ্ট আর চাপাতা-কফি দিয়ে সারের কাজ। ভাবিকে বলে এলাম কিছু কেঁচো সংগ্রহ করে একটা কম্পোস্টার বানিয়ে নিতে, চাইলে আমিও কেঁচো সংগ্রহ করে দিতে পারবো। দেখা যাক পরের বসন্তে কি দাঁড়ায়। প্রথম পর্বে লাউ-কুমড়ো-শশা-জুকিনি -এর ছবি দিয়েছিলাম। এবার শুরু করি আলু দিয়ে।


আলুর ফুল







বেগুনের ফুল



মরিচের ফুল



মরিচ গাছ


আরেক রকম মরিচের ফুল





মরিচ, তবে শুধুই নামে



ঝাল মরিচ



টম্যাটো



টম্যাটোর ফুল




0 comments:

Post a Comment