মন ভর্তি পেপসিকোলার চেপে রাখা গ্যাস
নাড়া খেতেই অজগরের মত পাক দিয়ে ওঠে
একটি পলক দেখতে হবে তোমাকে।
দেখা পেতেই 'ফস্স্' করে ছিটকে পড়ে ছিপি
নিউরনে নিউরনে বুদ্বুদের মিলিবার প্রেসার
এবার তোমার নজরে পড়তেই হবে।
নজরে পড়তেই রক্তের পেপসি ফেনিয়ে ওঠে
শরীরের খাঁচা ছাপিয়ে গড়িয়ে পড়ে ফেনীল মন
কথা বলা চাই, কথা বলা চাই।
আমি মুখ খুলতেই গলার ভেতর একরাশ অ্যাসিড
মুখ খুলতেই কন্ঠ থেকে শ্বাসনালী হয়ে বিষম।
দম আটকে আসে - কি বলি, কি বলি?
তুমি কথা বলতেই ফাটতে থাকে অযুত নিযুত বুদ্বুদ
কথা হয়ে যায় সরসর শব্দ, কথা হয়ে যায় কলকল
তাতে চাপা পড়ে পৃথিবীর আর সব কলরব।
তারপর,
একদিন আমরা পেপসির অম্লে দ্রবিভুত হই,
ক্ষয় হই, বুদ্বুদহীন নিথর কালো পানি হই।
তুমিও, আমিও।
---
*মিলিবার = millibar
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment