থাইল্যান্ডের কথা ঘুরে ফিরেই চলে আসে, হয়তো জীবনের শ্রেষ্ঠতম সময়গুলোর একটি সেখানেই কাটিয়েছি বলে। পড়ছিলাম এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজী বা AIT তে। আমরা তখন সামার সহ আড়াই সেমিস্টার শেষ করে ৩য় সেমিস্টারে পা রেখেছি যখন আমাদের পরের ব্যাচ সেখানে পৌঁছালো। নিয়ম আছে নুতন ব্যাচ আসলেই একটি ওয়েলকাম ডিনার, একটি ওয়েলকাম প্লেজার ট্রিপ আর কোর্স শুরুর কিছুদিনের মধ্যেই একটি কালচারাল অনুষ্ঠান হবার, নাম ওয়েলকাম শো। AIT-র প্রচলিত রীতি অনুযায়ী সব কিছুই এখানে দেশভিত্তিক আয়োজন করা হয়। কাজেই ওয়েলকাম শো-তে বাংলাদেশের পার্ফর্মেন্সের জন্য ঠিক করা হলো একটি হাস্যরসাত্মক নাটিকা, দু'চার জন মিলে একটি স্ক্রিপ্টও দাঁড় করিয়ে ফেললেন। যথারীতি আমাকে দেয়া হলো টাইটেল অ্যানিমেশন তৈরীর কাজ। ৫৩ সেকেন্ড স্থায়ী একটি অ্যানিমেশন তৈরী করেছিলাম, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম।
যাঁরা গতি বা অন্য কোন কারনে ইউটিউব ভিডিওটি দেখতে পারছেন না, তাদের জন্য কয়েকটি ফ্রেমের স্ন্যাপ দিলাম।
সবশেষে রিহার্সাল চলাকালীন কিছু মুহুর্ত-
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment