গতকাল বিশ্ব পরিবেশ দিসব উপলক্ষে ৩টি ইকো-ডকুমেন্টারী ফিল্মের লিংক দিয়েছিলাম শোকের আড়ালেও আজ পরিবেশ দিবস পোস্টে। আজ আর তিনটি। নিচের ছবিগুলোর সবকটিই মূলত উন্নত বিশ্বের নাগরিকদের বিশেষত উত্তর আমেরিকার প্রেক্ষাপটে সেখানকার মানুষের মধ্যে গণসচেতনতা তৈরীর উদ্দেশ্যে নির্মিত হয়েছে, এবং বাংলাদেশের মত অনুন্নত দেশের জনগণের এ ব্যাপারে খুব বেশি কিছু করার নেই মনে হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এখন যে ধরণের অসুস্থ নগরায়ণ প্রক্রিয়া চলছে, এ ফিল্মগুলোর তথ্যগুলো যাচাই করলে আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভয়াবহ ইঙ্গিত পাওয়া যাবে। অল্প কথায় আমাদের নগরগুলো বিশেষত ঢাকা অচল হয়ে যেতে বাধ্য। সে নিয়ে একদিন লিখবো। আজ যাঁরা হাইরাইজ ভবনে ফ্লাট কিনছেন সে ফ্লাটে তাদের নিজেদের সন্তানরাই হয়তো আর বসবাস করতে পারবেন না - সেগুলো কিছু অকার্যকর টাওয়ারে পরিনত হবে। কল্পনা করুন ২০ বছর পর যদি ২০ তলা ভবনের লিফট না চলে? যদি রান্নাঘরে চুলা না জ্বলে বিষয়টি কেমন হবে? আপনাদের চিন্তার জন্য কিছু আই-ওপেনার ছবি-
The 11th Hour
টাইটানিকখ্যাত লিওনার্দো দ্য ক্যাপ্রিও-র ধারাবর্ণনায় একটি সাক্ষাতকারমূলক ডকুমেন্টারী
ট্রেলার দেখুন | টরেন্ট থেকে নামান
The End of Suburbia
এ ছবিটি দেখতে দেখতে ভাবুন বাংলাদেশে তেল-গ্যাসের যোগান বন্ধ হয়ে গেলে কী কী ঘটবে, আর তা যে ঘটবে এ ব্যাপারে কোন সন্দেহ না করলেও চলে।
ট্রেলার দেখুন | টরেন্ট থেকে নামান
Life after People
এটি মূলত একটি ফ্যান্টাসী, তবে দেখার মতই
ট্রেলার দেখুন | টরেন্ট থেকে নামান
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All
0 comments:
Post a Comment