আমি বনফুল গো

Written by Sayedur R Chowdhury 1 comments Posted in:

অযত্নে অবহেলায় গজানো ঝোপজঙ্গলের গাছগাছালি আমাকে যত আকর্ষণ করে, যত্ন নিয়ে সারি করে লাগানো বাগানের গাছপালা কখনোই ততটা করে না। কেবলি মনে হয় সব মেকি। ফুলের ব্যাপারেও ঐ কথাই, নিজের জন্য ফুটে থাকা ফুল-ফলের মধ্যে যে বৈচিত্র, যে প্রাকৃতিক শৃঙ্খলা; বাগানে জ্যামিতিক প্যাটার্ন করে রংয়ের পালাবদল করে লাগানো ফুলে তার ছিটোফোঁটাও আমার নজরে পড়ে না।

সেদিন তাই আবার বেরুলাম জংলী ফুল-ফলের শোভা দেখতে। জংলী বলতে দূরে কোন জঙ্গলে নয়, আমারই আশপাশে, আমার হাটার ট্রেলটিতে। একটু সকাল সকালই বেরুলাম, তার ওপর বোরবার, তাই একেবারেই নিরিবিলি পেয়ে গেলাম।



ঘাসের সাথে ফুটে আছে আগাছা ফুল (সাদা ক্লোভার)


সাদা ক্লোভার - ছবিতে প্রায় ৪ গুণ বড় দেখাচ্ছে (ক্ষেত্রফল হিসাবে ১৬ গুণ)


এত ছোট ফুল তবু কারুকাজের কমতি নেই এতটুকু


লাল ক্লোভার


হলুদ মঞ্জরীর শোভা (কানাডিয়ান গোল্ডেন রড)


কানাডিয়ান গোল্ডেন রড - এ ফুলগুলো আরো ছোট, মাছিটির সমানই প্রায়


লেটকামার - গ্রীষ্ম অর্ধেক শেষ, এই ফুলের কলি হয়েছে কেবল (কানাডিয়ান থিসল)


কানাডিয়ান থিসল - একটি ফুটেছে, কেউ কেউ ফুটবো ফুটবো করছে


টাফটেড ভেচ - এই ফুলটিও ছবির অর্ধেকের কম হবে



সাদা সুইট ক্লোভার - এটি আগেরটিরও অর্ধেক হবে



ফক্সটেল বার্লী - এক রকমের ঘাসফুল



বাটারকাপ - এই ঝিঙ্গেমত ফুলটি ছবিতে দেখা যাচ্ছে প্রায় ৩x৩ গুণ বড় করে


এই দুটো প্রায় ২x২ গুণ



ইন্ডিয়ান হেম্প - নাকফুলের মত এই ফুলটি আসলেই বড়সড় একটা নাকফুলের সমান হবে


কমন উড সরেল (কম আলো ছিলো বলে শার্প করতে পারিনি)


বার্ডফুট ট্রেফয়েল - অদ্ভুত সুন্দর এই ফুলটি খুব কম চোখে পড়েছে, ঘাসের পাশে বোঝা যাচ্ছে আকৃতিতে কতটুকু

আবারো বসন্ত দুয়ারে-০২ পোস্টে নিচের যে দুটি ফুলের ছবি দিয়েছিলাম. সেগুলোই এখন ফল হয়েছে
 










সীমের মত বুনো ফল, রোদ পড়লে সারাদিনই ঠাস ঠাস করে ফাটতে থাকে



আরেকটি ঘাসফুল


শিশিরভেজা ঘাসে খালি পায়ে হেটে বেড়াতে কার না ভালো লাগে? সুযোগ পেয়ে আমিও হেটে নিলাম

ফেসবুকে কানাডিয় বন্ধু ক্রিস্টার কমেন্ট পেয়ে জানতে চেয়েছিলাম, তোমাদেরও কি ভালো লাগে? সে জবাব দিয়েছে, "হম, হম... সত্যি বলতে আমি এভাবে ভাবিইনি কখনো..."



সাগরের চেয়ে বন-জঙ্গল পছন্দ করি এই সহজলভ্য প্রাণবৈচিত্রের জন্যই। এরকম বৈচিত্র সাগরে পেতে গেলে যেতে হবে গ্রেট ব্যারিয়ার রীফে, ডুব দিতে হবে ১০ থেকে ২০ মিটার গভীরতায়। অথচ কি অপার সৌন্দর্য্য আমার আশপাশেই ছড়িয়ে আছে জংলা ঝোপগুলোয়।

1 comments:

  1. Muhammad Atikur Rashid

    কঠিন হইছে ! খুব সুন্দর তবে বাংলয় এদের কি নাম দিতে পারলে ভাল হত।

    March 26, 2014 at 5:52 AM

Post a Comment