হাত যার কথা বলে

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:

ওস্তাদ জাকির হোসেন যিনি মাত্র ১২ বছর বয়সে তবলচি হিসাবে মিউজিক ট্যুর শুরু করেছেন বিষ্ময় বালক হিসাবে তিনি যে প্রায় ৬০ বছরে বয়সে এসে বিশ্বের এক নম্বর পারকাশানিস্ট হিসাবে পরিচিতি পাবেন তাতে আর অবাক হবার কি আছে! বলা হয়ে থাকে তাঁর হাত কথা বলে, সত্যিই কথা বলে। তবলা বা ড্রাম এমন বাদ্যযন্ত্র যা মিউজিকের সব নোট তোলার মত পারফেক্টেড নয়, তবুও বাদক যখন জাকির হোসেন তবল-বায়া চুপ করে থাকে কি করে? উল্লেখ্য জাকির হোসেন ওস্তাদ আল্লা রাখা-র পুত্র ও শিষ্য।

তাঁর একটি সাধারণ মানের পার্ফর্মেন্স দেখুন। তাঁর সাথে সারেঙ্গি বাজিয়েছেন আরেক অবিসংবাদিত সেরা বাদক ও গায়ক ওস্তাদ সুলতান খান (সুলতান খানের ওপর আরেকদিন পোস্ট দেব)।

0 comments:

Post a Comment