সন্দ্বীপের ছবি - ০২

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:

কোন এক শীতে প্রাক্তন এক ছাত্র, বর্তমানে সহকর্মী, ধরে বসলো তার বাড়ী সন্দ্বীপে যেতে হবে গভীর রাতে খেজুরের রস পানের জন্য। শর্ত দিলাম নদীভাঙ্গন আর নুতন চর ঘুরিয়ে দেখাবার ব্যবস্থা করতে হবে, স্থানীয় জেলেদের সাথে কমিউনিটি মিটিং-এর ব্যবস্থা করতে হবে, তবেই যাবো। শর্ত পূরনের নিশ্চয়তা পাওয়ায় একদিন সকালে রওয়ানা হলাম শহর থেকে সীতাকুন্ড ঘাটের উদ্দেশ্যে। সেই গল্পের কিছুটা দেখিয়েছিলাম সন্দ্বীপের ছবি - ০১-এ। বাদবাকী কিছু ছবি এবার।


বাঁধের ওপর চা-দোকান


মাছ চাষের পুকুর


দরিদ্র বসতি


নুতন চরে নুতন ঘর


কয়েকটি ভেড়া


গরুর পাল


ফসলের মাঠ ধান কাটার পর


বাঁধের ওপর বসতি


জীবনের তাগিদে


গরানের চর


বাধের ভেতর মাছ চাষের পুকুর


দিগন্তজোড়া নুতন উড়ির চর




পুরনো ছবি ব্লগঃ
৭. সন্দ্বীপের ছবি - ০১
৬. সোনারোদ শিকারে একদিন
৫. নুতন বছরের ছবি
৪. এক ব্যর্থ প্রচেষ্টার পর কিছু ছবি
৩. ফুল-পাতা হাবিজাবি
২. একই অঙ্গে এত রূপ
১. এলোমেলো ঈদের এলোমেলো ছবি

0 comments:

Post a Comment