আমার ডেস্কটপে ঘাপটি মারিয়া বসিয়া থাকা উইগেট নামীয় বস্তুটি দেখিয়া বুঝিলাম, শীত আসিয়াছে বলিবার সময় হয় নাই। আবহাওয়ার সংবাদে প্রকাশ, ঢাকা ও চট্টগ্রাম ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাপমান আরামদায়ক অপেক্ষা ইষদুষ্ঞ।

আমার দ্বিতীয় বাড়ী ব্যাংককের হট, হটার ও হটেস্ট সিজনের মধ্যে এখন হট সিজনটি চলিতেছে।

লন্ডন ও টরন্টোবাসী সর্বদাই 'শীত শীত' বলিয়া কাতরাইতে থাকে, দেখিলাম উহাদের সত্যই শীত নামিয়াছে, যথাক্রমে ৭ ও ৬ ডিগ্রী অনুভব করা যাইতেছে।

উত্তর মেরুর কাছে যে চার্চিল শহর, সেখানে শুণ্যের নিচে ৯ ডিগ্রী মালুম হইতেছে।

আমার এখানে এখনো শীত তেমন করিয়া নামে নাই, শুণ্যের নিচে মাত্র ১৮ অনুভব হইতেছে। উহা -৩৫ এর নিচে নামিবার আগে 'শীত শীত' কহিলে শহরবাসী আমাকে খেদাইয়া দিবে।

উল্লেখ্য, উইনিপেগ পৃথিবীর শীতলতম নগরী বলিয়া পরিচিত। এবং ছবিটি গতকাল রাত্রিতে সংরক্ষণ করা।

0 comments:

Post a Comment