হোটেল দ্য গ্লেস

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:

আমার এখানে শীতকাল বোধহয় অবশেষে চলেই গেল। এবছর বসন্ত অন্তত একমাস আগেই চলে এলো। এই শহরের মানুষের কাছে শীত একটা গর্বের বিষয়, যত কষ্টই হোক ঠান্ডা যত বাড়ে, গর্বে তাদের বুকটা ততই ফুলে ওঠে। থাকছি বলেই কিনা কে জানে, আমারও এখানকার শীতের প্রতি একটা মায়া পড়ে গিয়েছে। শীতটা চলে যাওয়ায়, বরফহীন রাস্তাঘাটের দিকে তাকিয়ে কেমন খালি খালি লাগছে। তাই নেটে বসে হরেক রকম বরফের ছবি দেখছিলাম, তখনই হঠাৎ এই বরফের হোটেলটির ছবি দেখেই মনে হলো ব্লগে শেয়ার করা যায়। এর কথা শুনেছি অনেক, নিজের চোখে এখনো দেখা হয়নি।



হোটেলটি কানাডার কুইবেক প্রদেশের কুইবেক সিটির সামান্য বাইরে, প্রতি বছর জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত চালু থাকে। পুরো হোটেলটি তৈরী হয় দুই রকমের বরফ দিয়ে। পিলার, দেয়াল, ছাদ, টেবিল চেয়ার, খাট, সোফা, হরেক রকমের ইনডোর-স্থাপত্য, দেয়াল-স্থাপত্য, দেয়ালচিত্র, ঝাড়বাতি, এমনকি প্লেট-গ্লাসও তৈরী হয় বরফ দিয়ে। হোটেলের বাইরে তাপমাত্রা যাই থাক, ভেতরে সবসময় -৫°সে রাখা হয়। হোটেলের সাথেই বরফ দিয়েই তৈরী হয় একটি গির্জা, প্রতিবছর এই গির্জায় ২৫-৪০ টি জুটির বিয়ে সম্পন্ন হয়। ফ্রেঞ্চভাষী প্রদেশ বলে হোটেলটির নাম Hôtel de Glace (Ice Hotel)। ছবিগুলো সব নেট থেকে সংগৃহিত।

বাইরে থেকে হোটেলটি


প্রবেশপথ



রিসেপশান ডেস্ক


গ্রান্ড হল



বার




বরফের গ্লাসে ককটেল


গির্জার ভেতর


রুম (৬টি ছবি)







ফায়ারপ্লেস



নাইট ক্লাবের প্রবেশদ্বার


বরফের স্লাইড


দেয়ালচিত্র/ভাস্কর্য (৪টি ছবি)





পিনাকল রেস্তোরাঁ


আরো তিনটি অন্যান্য ছবি




বরফের ঝাড়বাতি


জানালায় বরফের কাঁচ


বাড়ি নিয়ে যাবার জন্য স্যুভেনির (যদিও বেশি দূর নিতে পারবেন না)


হোটেলের ওয়েবসাইট: www.icehotel-canada.com

0 comments:

Post a Comment