আমার ছেলে ও মেয়ের গত দশ/বারো বছর ধরে তোলা ছবিগুলোর একাংশ থেকে শুধু মুখগুলো নিয়ে একটি করে মোজাইক বানিয়েছিলাম। বীর বাহাদুর বলবল সিং-এর অনুরোধ পেয়ে সে মোজাইকগুলোই ব্লগের জন্য কেটে ছয় টুকরো করে এখানে দিলাম।

উল্লেখ্য, এই ছবিগুলো ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ফিল্ম এসএলআর, ফিল্ম পিএনএস, ওয়েবক্যাম, মোবাইল ফোন সম্ভাব্য সব রকমের চিত্রগ্রহন যন্ত্র দিয়ে তোলা; এবং প্রস্তুত-অপ্রস্তুত, আলো-অন্ধকার, কাছে-দূরে, একক-গ্রুপ, ইচ্ছুক-অনিচ্ছুক, উৎফুল্ল-বিষন্ন, প্রশান্ত-চঞ্চল, ক্লান্ত-অক্লান্ত, প্রসন্ন-ক্ষুদ্ধ, সপ্রতিভ-লজ্জিত সব ধরণের পরিস্থিতিকে কমবেশি প্রতিফলিত করে।

কোন কোন ছবি মোজাইকে একাধিকবারও এসেছে, এবং ভুলবশত প্রতি সেট মোজাইকে কমপক্ষে দুটি করে অন্য শিশুর ছবি ঢুকে পড়েছে। ১-৬ ও ৭-১২ মিলে দুটি সেট। 'নেই কাজ তো খই ভাজ' অবস্থায় থাকলে দেখুনতো বের করতে পারেন কিনা কোন মুখগুলো অন্য শিশুদের।





















১০

১১

১২

0 comments:

Post a Comment