কৃত্রিম ছবি

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in: ,


ব্লগার সজল শর্মার সাম্প্রতিক দুটি ছবি পোস্টে তিনি ইন্টারনেট থেকে সংগৃহিত কিছু অপূর্ব ছবি দিয়েছিলেন ভারত ও ইন্দোনেশিয়ার। ভারতের পোস্টে একটি ছবি দেখে আমার মনে হয়েছিলো ছবিটি হয়তো ক্যামেরায় তোলা নয়। আজকাল CGI (Computer-generated imagery) প্রযুক্তি দিয়ে প্রায় বাস্তব দৃশ্যের মত ছবি তৈরী করা যায়, সাম্প্রতিককালের মুভিগুলোতে আমরা হরহামেশাই সিজিআই এর প্রয়োগ দেখতে পাই। শিক্ষা ও পেশাগত প্রয়োজনে ৫/৬ বছর আগে আমার পরিচয় হয়েছিলো Bryce-3D, Kashmir-3D ও Terragen নামের তিনটি Terrain Rendering software এর সাথে। এগুলো যে কোন স্থানের ডিজিটাল এলিভেশন মডেল, স্যাটেলাইট চিত্র ও আনুসাঙ্গিক আবহাওয়াগত প্যারামিটারগুলো থেকে প্রায় বাস্তব দৃশ্যের মত ছবি তৈরী করতে সক্ষম। টেকনিক্যালি একে আমার ফিল্ডে আমরা বলি সিনথেটিক টেরেইন। Terragen দিয়ে তৈরী কয়েকটি সিনথেটিক (কৃত্রিম) ছবি দেখুন (নেট থেকে নেয়া)। সময় পেলে পার্বত্য চট্টগ্রামের একটি এলাকার আমার করা কয়েকটি ছবি ভবিষ্যতে শেয়ার করার ইচ্ছা আছে।


















0 comments:

Post a Comment